Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

অণুগল্প : সুব্রত মাইতি




                         লক্ষ্মীর মৃত্যু

"তুমি সত্যি আর আমার সাথে থাকতে চাও না" কাঁদতে কাঁদতে কথাগুলো বলতে থাকে সুমি।
না চাই না আর তুমি আমাকে ফোন করবে না আর ভালো ছেলে খুঁজে বিয়ে করে নেবে, কথা গুলো বলেই চলে যায় রাজ।
সুমি বসে বসে কাঁদতে থাকে একটা বেঞ্চে, আজ সব কিছু পরিষ্কার হয়ে গেল সুমির কাছে।

প্রায় এক বছর পরিচয় সুমি আর রাজের ।পরিচয় টা ফেসবুক হয় প্রথম ওদের। 12 পাস করার পর নতুন ফোন নেয় সুমি, ফেসবুক টা ওর দাদাই ওকে খুলে দেয়।
নতুন ফেসবুক পেলে সবাই একটু উৎসাহিত হয়,সুমিও তার ব্যতিক্রম নয়।ও ফেসবুকে নতুন বন্ধু বান্ধবী করতে থাকে।ওখানেই প্রথম দেখতে পায় রাজ কে।খুব সুন্দর একটা প্রোফাইল ফটো দেওয়া ছিল রাজের, যে কোনো মেয়েরই দেখে ভালো লাগবে।রিকোয়েস্ট পাঠিয়েছিল সুমি কে।সুমি রিকোয়েস্ট টা একসেপ্ট করে।প্রথম কিছু দিন খুব ভালো ভাবে কথা হয় ওর আর রাজের।তারপর ফোন নাম্বার দেওয়া নেওয়া হয়।
এক মাস ভালো ভাবে কথা বলার পর রাজ প্রপোজ করে সুমি কে, সুমিরও রাজ কে খুব ভালো লাগতো, ওর সাথে কথা বলতে ওকে দেখতে খুব ভালো লাগতো সুমির তাই সুমিও রাজ কে না করতে পারে নি।
ওদের ভালোবাসা শুরু হয়,দুজন দুজন কে কাছে পাওয়ার জন্য পাগল হতে থাকে ।
রাজ কিছু দিন পর সুমিকে দেখা করতে বলে ওরা দুজন একটা পার্কে দেখা করে, প্রথম সুমি ওই দিন কোনো ছেলে কে জড়িয়ে ধরে ,সুমি আরো বেশি রাজ কে ভালোবাসতে থাকে।
এইভাবে পাঁচ ছয় মাস কেটে যায়।
হটাৎ একদিন রাজ বলে সুমি অনেক দিন তো হলো এবার আমরা রুমডেট করি, কথাটা শুনে অবাক হয়ে যায় সুমি।রাজ কি করে এসব বলছে,ও বিয়ের আগে কোনোদিন এসব ভাবেনি।
সুমি বলে সরি রাজ আমি এটা করতে পারবো না,কিন্তু রাজ ও বলতে থাকে , "এই তুমি আমাকে ভালোবাসো সুমি, একবার ই করবো আর এটাই শেষ বার,আমি তোমাকে চাই সুমি"।
সুমির প্রথম ভালোবাসা এটা তাই রাজ এসব বললেও ছাড়তে পারে না ওকে,তাই শেষে সুমি রাজি হয়, একদিন ওরা রুমডেট করে, সুমি ওর সব কিছু রাজ কে দেয়।

আজ সুমির কাছে সব কিছু পরিষ্কার হলো রাজ শুধু ওর শরীর কে ভালোবেসে ছিল ওর মনকে নয় , তাই ওই দিনের পর থেকে ও আস্তে আস্তে চেঞ্জ হতে থাকলো ওর আচরণ কথাবার্তা সব বদলাতে শুরু করলো,আর আজ পার্কে ডেকে মুখের উপর বলে দিল ও আমার সাথে থাকতে চায় না।


আজ 5বছর হয়ে গেল সুমি নেই, ওই দিনই রাতে বাড়িতে ফাঁসি নিয়ে চলে গেল ও,রাজ এখন খুব খুশি অন্য একজনকে নিয়ে. ............
এইভাবে প্রতিদিন কত লক্ষ্মী সমাজ থেকে চলে যাচ্ছে...

================

Name-Subrata maity
Phone no-7365936431
Address-
               Vill+p.o-Dasagram
            P.S-Sabang
        Dist-Paschim Medinipur
       Pin-721467

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক