প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

বাংলা সবার প্রাণের ভাষা বাংলা সবার বুকে
বাংলা সবার মাথার 'পরে সবার সুখে দু'খে।
বাংলা খোকার 'মা' 'মা' ডাকে, হাসি-খুশি কান্নায়
বাংলা খোকার হাতে খড়ির হীরে -মোতি -পান্নায়।
বাংলা নদীর কুলকুল রবে ছোটে সাগর পানে
বাংলা পাখির কুজনে আর ছিন্ন বীণার তানে।
বাংলা বাউলের একতারাতে সুরে সুরে বাজে
বর্ণমালার মালা পরে শহীদ মিনার সাজে।
বাংলা মুক্তির মাথার 'পরে বাংলা মুক্তির বুকে
বাংলা মায়ের ডাকে মুক্তি শত্রু সেনা রুখে।
বাংলা সবার প্রানের ভাষা রবি সেরার সেরা
দুখু আমার বিদ্রোহী বীর ভাঙ্গে বাধার বেড়া।
সাতই মার্চে বঙ্গবন্ধু মায়ের ভাষায় হাঁকে
নতুন দেশের ছবি মুক্তি মানসপটে আঁকে।
বাংলা মায়ের প্রানের ভাষায় বিজয় আসে দেশে
'আমার সোনার বাংলা' গানে ফেরে জয়ীর বেশে।
——————————————————
সুব্রত চৌধুরী, ৫৪৮ নর্থ এলবরন এভিনিউ
আটলান্টিক সিটি, নিউ জারসি-০৮৪০১
যুক্তরাষট্র
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন