প্রতিরোধের ভাষা লাল রক্ত
প্রতিবাদের ভাষা কালো রাস্তায় মোমবাতির মিছিল
প্রতি শোকের ভাষা বুক ফাটা আর্তনাদ
প্রতি চোখের জলে ফোটে অপমানের ভাষা।
দুর্ব্যবহার কিংবা কোনো অশালীনতার ভাষা হলো
পরস্পরের থেকে দূরত্ব,
যতখানি দূরে গেলেও ভালোবাসাটা জড়িয়ে থাকে
তবে ফিরে আসতে বেগ পেতে হয় মনে।
ভাষা হয়ে ওঠে আবেগের সুর
বাঙালির দেহমনে উচ্চাঙ্গ
বাংলার পালাবদলে জাগবে কোন অসম পীড়া,
নাকি দেশির পিঠে বিদেশি আভিজাত্য?
যাইহোক, বলতে পারো!
স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার ভাষা বুঝি কীভাবে?
----------$----------
সুনন্দ মন্ডল
কাঠিয়া, পাইকর, বীরভূম
8637064029
No comments:
Post a Comment