পদ্য ।। বাংলা ভাষার মান ।। নাসিমা রহমান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, February 21, 2021

পদ্য ।। বাংলা ভাষার মান ।। নাসিমা রহমান




   
 
 
 
 
 
 
 ২১ শে ফেব্রুয়ারি হয়েছিল-
ভাষাকে বাঁচাতে মানুষের মরণ ।
    আজ তাদের সমাধিতে হবে
               ভাষা দিবস পালন ।
প্রতিবাদি কন্ঠে সবাই করবে
     বাংলা ভাষার প্রতি, 
                ভালোবাসা বিতরণ। 
   হয়ে উঠবে বাংলা ভাষার
            একান্ত শুভাকাঙ্ক্ষী।। 

এরপর মঞ্চ থেকে নেমেই -
     ইংরেজি হিন্দির সাথে কোলাকুলি। 
বাংলায় থাকলে চাইনিজ আর থাই
বিদেশে গিয়ে বাঙালি খাবার কোথায়?
      বিদেশ দেয় দেশের প্রতি টান, 
    শুধু 'ভাষা দিবস' টা দেয়
             বাংলা ভাষাকে মান ।।


===============
 

 
 নাসিমা রহমান
C/O - বজলুর রহমান
 চাঁদপুর
 নওদা
মুর্শিদাবাদ

No comments:

Post a Comment