কবিতা ।। লড়াই থাকবে জারি ।। নৃপেন্দ্রনাথ মহন্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, February 21, 2021

কবিতা ।। লড়াই থাকবে জারি ।। নৃপেন্দ্রনাথ মহন্ত




যে রাজপথ কান্নায় আর রক্তে লাল
ভোলেনি তো সে ফেব্রুয়ারির একটি দিন
ক্ষোভে বিক্ষোভে চিহ্নিত ক্লিন্ন গাল।

বুকের আগুনে পতাকায় লাগে রক্ত ছোপ
রক্তের ঘ্রাণে আজো ভরপুর শিক্ষালয়
বলছে : হে শাসক, ধর্মের দিও না টোপ।

আপন মায়ের মুখের ভাষা যেমনি হোক
তার চেয়ে মধুর নেই কিছু বিশ্বময়
সে ভাষাই হোক রাষ্ট্রভাষা চেয়েছে লোক।

রক্ত পতাকা। আঁকা হয় তাতে মৌনমুখ
শুনছ না তাতে বিশ্বাসের কণ্ঠস্বর? 
এখনো কি দ্বিধা? কোথায় পাবে স্বর্গসুখ? 

যারা ঢাকার রাজপথে বা বরাকে আসামে
মাতৃভাষার সংগত  ন্যায্য দাবিতে 
প্রাণ দিল একুশে ফেব্রুয়ারি ঊনিশে মে

তাদের আমরা ভুলব কি? টানব কি দাঁড়ি 
লড়াই আন্দোলনে?না, না। ভাষার দাবিতে  
চিরকাল আমাদের লড়াই থাকবে জারি। 
 
******************************

Nripendranath Mahanta 
Vill.& Post-HEMTABAD
District :-Uttar Dinajpur PIN-733130 
Mobile No. -8918861003

No comments:

Post a Comment