কবিতা ।। বর্ণপরিচয় ।। হরিৎ বন্দ্যোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, February 21, 2021

কবিতা ।। বর্ণপরিচয় ।। হরিৎ বন্দ্যোপাধ্যায়



 
 

রোদের কাছে কিছুটা রঙ পাওয়ার পর
আমাদের ক্যানভাসের শ্যাওলায় 
আগুন আগুন ক্ষীণ একটা নদী দেখা যায়

অনেকদিন পর ধানের জমিতে গোছ এলে
তাকে বর্ণপরিচয় বলে ।



বেদনার শরীরে
বাঁকের মুখে যে তালগাছ দাঁড়িয়ে আছে
ঝড়ের লিপি তার যে মেরুদণ্ড এঁকে দেয়
তাকে বর্ণপরিচয় বলে ।


মুষলধারে বৃষ্টি হওয়ার পর অনেক রাতে চাঁদ ওঠে
রান্নাঘরে খুব একচোট হৈ চৈ হওয়ার পর
জানলা দিয়ে দু'একজন হাসি মুখ বাড়িয়ে দিলে
তাকে বর্ণপরিচয় বলে ।


ভাতের যন্ত্র বন্ধ হয়ে গেলে
লাইন ধরে হেঁটে চলে অগণন পা
বুকে পেটে কাঁধে ছানাদের চোখ চেনা গেলে
তাকে বর্ণপরিচয় বলে ।

*************************

 হরিৎ বন্দ্যোপাধ্যায়
ময়নাডাঙা ( আশ্রয় অ্যাপার্টমেন্ট )
পোঃ --- চুঁচুড়া. আর. এস.
জেলা --- হুগলী
পিন --- ৭১২১০২
পশ্চিমবঙ্গ
ভারতবর্ষ

ফোন --- ৯৪৩৩৩১২৯৬২

No comments:

Post a Comment