কবিতা ।। আমার বাংলা ।। কৃষ্ণ প্রসাদ পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, February 21, 2021

কবিতা ।। আমার বাংলা ।। কৃষ্ণ প্রসাদ পাল




       বাংলা আমার রক্তে আছে
       বাংলা আমার মাতৃভাষা
       বাংলাতেই কথা বলি
       বাংলা আমার ভালোবাসা
       বাংলা ভাষা গর্ব আমার
       বাংলা ভাষা আমার প্রাণ
       বাংলা নিয়েই জীবনযাপন
       বাংলা আমার নাড়ির টান
       বাংলা ভাষা চিরসবুজ
       বাংলা আমার অহংকার
       বাংলা আমার মিষ্টি ভাষা
       বাংলা ভাষা চমৎকার ।। 

     ___________________


কৃষ্ণ প্রসাদ পাল
গ্রাম + পোস্ট : খোসবাসপুর
থানা + ব্লক : কান্দি
জেলা : মুর্শিদাবাদ 
মোবাইল তথা Whatsapp No. 8617002709

No comments:

Post a Comment