কবিতা ।। বাংলা ভাষার অফুরান শর ।। কান্তিলাল দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, February 21, 2021

কবিতা ।। বাংলা ভাষার অফুরান শর ।। কান্তিলাল দাস



আর নয় বাঁচা প্রাণভয় নিয়ে সেদিন শেখালে সখা
রক্তলিখনে রয়েছে সাক্ষী বরাক উপত্যকা।
ভাষা এক অধিকার--
উদ্গত ধ্বনি দীপ্র প্রকাশে জেগে ওঠে বারবার !
ভাষা এক আশা শেখায় মনন, ঝড় তোলা প্রতিবাদ
যদিও শত্রু গূঢ় অভিপ্রায়ে পেতেছে, পাতবে ফাঁদ!
#
বন্ধু জেনো এ বন্ধুর পথে বিপদের বীজ বোনা
বাংলা ভাষার অসীম শক্তি , অমিত সম্ভাবনা--
যদি রাখি চেপে, বরাক শহীদ সেদিন হারাবে মান
লেখনীতে ধার দিয়েছ বন্ধু ? লেখা হোক খরশান !
সমুখে অনেক পথ আছে বাকি, ভাষা হোক সেতু, খেয়া
নিবিড় নিকট করে দিক ভাষা, আরো হোক দেয়া-নেয়া ।
#
জ্ঞান যদি আলো, ভাষা তো জ্বালানি, কবে যে বুঝবো ভাই
দারুন শৈত্যে জরজর যারা তাদের তো তাপ চাই !
বাহুবল দিয়ে দমাতে চাইবে জানবেই কিছু লোক
অমৃতপাত্র বিষে ভরা বলে পাকাবে রক্ত-চোখ।
যে বিষে তাদের ঘনাবে মরণ সে-বিষ তাদের দাও
বরাক-শহীদ দিলো অধিকার, ঋজু হাঁটো, সোজা যাও ।
#
বঙ্কিম ভুরু হিংস্র চোখ মানুষেরা রাখো শুনে
বাংলা ভাষার অফুরান শর রয়েছে এখনো তূণে !

............


কান্তিলাল দাস
কিস্মৎ অপূর্বপুর
ডাক - সিঙ্গুর
জেলা- হুগলি
ডাক সূচক : ৭১২ ৪০৯
দূরভাষ : ৮৭৭৭৬৩৯৭৭০

No comments:

Post a Comment