কবিতা ।। মায়ের ভাষা ।। সুরজ মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, February 21, 2021

কবিতা ।। মায়ের ভাষা ।। সুরজ মন্ডল


 
 
অক্ষর থেকে অক্ষরে তুমি সিন্ধু লিপির মতো অমর।
আমার মাতৃভাষা! আমার দুঃখিনী বর্ণমালা!
পিপিলিকা যেভাবে গর্ত চিনে ফিরে যায়,
তেমনই আমি ফিরে আসি তোমার কাছে!
রাত্রি হলে গালিব ছুড়ে ফেলে, টেবিলের নিচে মিল্টন পরে থাকে ! মা যখন খাবার বেড়ে ডাকে,
"বাবু ! আয় খেয়ে যা তো!"
শুনেছি তো নানান  ভাষার গাঁথা, মায়ের মতো ডাক খুঁজে পাই না তো ! 
রাতে ফিরি স্তব্ধ থাকে পাড়া, কোথাও একটা রেওয়াজ চলে দূরে! 
গীতবিতানই ভাঁজ খুলে দেয় বুকের , মুখ গুঁজে দিই অমৃত অক্ষরে।
অক্ষর থেকে অক্ষরে তুমি সিন্ধু লিপির মতো অমর।
আমার মাতৃভাষা! আমার দুঃখিনী বর্ণমালা!
পিপিলিকা যেভাবে গর্ত চিনে ফিরে যায়,
তেমনই আমিও ফিরে আসি তোমার কাছে!

================


সুরজ মন্ডল
মেমারি , পূর্ব বর্ধমান, ৭১৩১৪৬ 
মোবাইল+হুয়াটস অ্যাপ:7478156554


No comments:

Post a Comment