কবিতা ।। একুশে ফেব্রুয়ারি ।। তপন তরফদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, February 21, 2021

কবিতা ।। একুশে ফেব্রুয়ারি ।। তপন তরফদার



 
একুশে ফ্রেবুয়ারি সার্থক না হলে, 
মানুষ ভুলে যেত বাংলার কথকতা--
পৃথিবীর আলোয় প্রচার হতো না
রবি কাব্যের প্রয়োজনীয়তাও মাধুর্যতা।

একুশে ফ্রেবয়ারি সার্থক না হলে 
যুদ্ধ হতোই পড়শী ভায়ে ভায়ে
প্রাদেশিকতার ঘোর  নির্মম আঘাতে
এতদিনে অবশ্যই লুপ্ত হত বাংলা বর্ণমালা---

একুশে ফেব্রুয়ারি সফল না হলে
ইয়াঙ্কী কালচারে মগজ যেত ভরে
আমদানি করতো অশ্রাব্য সৃষ্টি 
হারিয়ে যেত, বাংলার লোকসংস্কৃতি

একুশে ফেব্রুয়ারি সফল না হলে    
বিদেশি ভাষায় দেশ যেত ভেসে 
চারিধারে ঝুলতো  নগ্ন নায়িকার ছবি     
বাংলা হয়ে যেত  মহেঞ্জাদারোর জুড়ি । 


একুশে ফেব্রুয়ারি সফল না হলে,
থাকতো না কোনো মনের ভাষা
ধরণী র ধূলায় লুন্ঠিত হতো আরো 
অনেক অনেক মধুর মিষ্টি মাতৃভাষা।
 
=========================
 
তপন তরফদার, প্রেমবাজার (আই আই টি) খড়্গপুর।                
ফোন ও হোয়াটসঅ্যাপ 9434077490


No comments:

Post a Comment