কবিতা ।। বাংলা ভাষা ।। মানস চক্রবর্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, February 21, 2021

কবিতা ।। বাংলা ভাষা ।। মানস চক্রবর্তী



 

 ভাষার জন্য রক্ত ঝরলো
একুশে ফেব্রুয়ারি
তোমরাই বলো সেই সব কথা
কেউ কি ভুলতে পারি!

রবি- নজরুল বাংলার  ফুল
সদাই আছে  তাজা
বাংলা ভাষা এই জগতের
সকল ভাষার রাজা ।

বাংলা ভাষা মিষ্টি খাসা
বাংলা সুবোধ -জয়
সৈনিক আমি বাংলা ভাষার
কাউকে করি না ভয়।
-----------------

 


 

মানস চক্রবর্তী
সম্পাদক- প্রেরণা
উত্তর বাওয়ালী, নোদাখালী,
কলকাতা -137
মোবাইল নম্বর -9433662200




No comments:

Post a Comment