একুশের গান ।। তুহিন কুমার চন্দ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, February 21, 2021

একুশের গান ।। তুহিন কুমার চন্দ





একুশ আমার জানলা দিয়ে আগুন ছড়ায় রোজ,
একুশ আমার ফাগুন দেখায় পলাশ বনের খোঁজ
একুশ আমার বুকের ভেতর রক্তক্ষরণ গানে,
বাংলা ভাষা সেই কবেকার কন্ঠে প্রনাম আনে।

ফুটপাতে রোজ সালাম রফিক ভিক্ষাপাত্র হাতে
বাংলা ভাষায় গান গেয়ে যায় গভীর নিঝুম রাতে।
বাংলা ভাষার কলার ভেলায় বাংলার গানে গানে
রক্ত মাখানো বাংলার পথ জেগেছিলো মহারণে।

বাদাম গাছের সবুজ ডালে বাংলার পদাবলী, 
করুন কন্ঠে পাখির ভাষায় দুয়ার দিয়েছে খুলি। 
একুশের রাত ডেকে গেছে কাল রক্তের ইতিহাসে 
বাউলের সুরে আকাশে বাতাশে বাংলারই সুর ভাসে।

ইতিহাস যত কাঙ্ক্ষিত কথা বলে গেছে ইতিহাসে
একুশের মাটি রক্ত মেখেছে বাংলার প্রতিভাসে। 
রাষ্ট্র ভাষা বাংলাকে চাই দাবী ছিলো ঘরে ঘরে  
বুক পেতে তাই রফিক সালাম ইতিহাস গেছে গড়ে।

একুশ আমার জানলা দিয়ে আগুন ছড়ায় রোজ,
একুশ আমার ফাগুন দেখায় পলাশ বনের খোঁজ
একুশ আমার বুকের ভেতর রক্তক্ষরণ গানে,
বাংলা ভাষা সেই কবেকার কন্ঠে প্রণাম আনে।

=============================

ঠিকানাঃ
তুহিন কুমার চন্দ
সুদর্শনপুর,রায়গঞ্জ-৭৩৩১৩৪
উত্তর দিনাজপুর (প.ব.)
ভারত।
মোঃ ৮৬১৭৮২৯১৩৩



No comments:

Post a Comment