নিবন্ধ ।। বাঙলা আমার মাতৃভাষা আমার ভালবাসা ।। শেফালী সর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, February 21, 2021

নিবন্ধ ।। বাঙলা আমার মাতৃভাষা আমার ভালবাসা ।। শেফালী সর





আমি  জন্ম সূত্রে একজন  ভারতীয়  বাঙালি। বাঙলা ভাষা  আমার  মাতৃভাষা। যদি কেউ আমায় প্রশ্ন করে  দুটি  হৃদয় কে জুড়বো  কী দিয়ে?  তার  উত্তরে  আমার প্রত‍্যয়ী  আবেগী মন আপনিই  বলে  ওঠে বাংলাভাষা দিয়ে। আমার রূপসী সোহাগী বাংলা  মায়ের  আদর মেশানো  ভাষাতে কথা  বলাতে কী অপরিসীম সুখ তা একমাত্র  অনুভূতিতেই ধরা পড়ে।জন্ম লগ্ন থেকেই আমার  মায়ের  ভাষায় মাকে ডেকেছি। তারপর তো জীবনভ'র স্বপ্ন দেখা এই  বাংলা  ভাষায়। মনের আকাশ  জুড়ে  এই  বাংলাভাষারই রঙে রঙীন হয়ে খেয়ালী মেঘেরা খেলা  করে  আপন খেয়ালে। বাঙলা ভাষা আমাদের  রক্তে ফাগুনকে ডেকে  আনে আর প্রাণ ভরে তৃষ্ণা  মেটায়। এই  বাংলারই  বনে বনান্তরে তৃণ গুল্ম লতা পাতা সবকিছু  দুলে দুলে ওঠে বাংলা ভাষার  ছন্দময় তালে। আমার এই  বাংলার বৃক্ষ শাখায়  পাখি, মৌমাছি, প্রজাপতি, ভোমরা  বধূরা যে আনন্দ  সংগীত  গায়  সে  ভাষা হ'ল আমার  এই  বাংলাভাষা। বনে শুকনো  পাতার  মর্মর ধ্বনী, নদী নির্ঝরিনীর প্রবাহ সংগীত  তা -ও আমার কল্লোলিনী বাংলা  ভাষায়। নদীর মাঝি দাড় টানতে টানতে ভাটিয়ালি  সুরে গায়। উদাসী বাউল গ্রামের মেঠো  পথ চলতে  চলতে  একতারা বাজিয়ে  গান করে  বাংলা  ভাষায়। চাষী মাঠে মাঠে  সারাবেলা কাটিয়ে  দেয় আর শ্রম জনিত ক্লান্তি  অপনোদনের  জন্য গান করে  এই বাংলা  ভাষায়। আমবন জামবন তালবন পেরিয়ে ঘোমটা  টানা মল পরা গ্রাম‍্য বধূর  কলসী কাখে চলা সবই  বাংলা  ভাষার  ছন্দে  বাধা।
আমার বাংলা  মায়ের  ভাষাতে জাদু  আছে।
ম য়ূরকণ্ঠী রাতের  নীলে শুভ্র জ‍্যোৎস্না ধারায় স্নাত হয়ে গ্রামের রাখাল মেঠো  পথ বেয়ে বংশী বাজায় আমার  এই বাংলা  ভাষার  মধুর  সুরে।রাগ অনুরাগ,বিরহ প্রেমের  ভাব প্রকাশের  মাধ‍্যম  আমার এই  মোহম য়ী বাংলা  ভাষা। প্রিয়তম বন্ধুটির সাথে আবেগভরা যেসব  কথা বলি তা-ও তো আমার  বাংলা  ভাষায়। তাই তো আমি  বলি আমার বাংলাভাষা আমার  ভালোবাসা।
 
-------------------------:----------------
 
শেফালি সর, জনাদাড়ি, গোপীনাথ পুর, পূর্ব মেদিনীপুর। ৭২১৬৩৩

No comments:

Post a Comment