কবিতা ।। আমার মাতৃভাষা বাংলা ।। সুবীর ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, February 21, 2021

কবিতা ।। আমার মাতৃভাষা বাংলা ।। সুবীর ঘোষ



আমার মাতৃভাষা বাংলা

       

 সুবীর ঘোষ

 

 

প্রথম যখন ভাষা উঠল আমার দুটি নরম ঠোঁটে

সেই থেকে তার সঙ্গে আমার শহীদ জীবন বৃন্তে ফোটে ।

 

ঘর সংসার শিশুর কান্না অসাবধানী প্রেম মহরৎ

আমার ভাষা শেখায় যত্নে শালীনতার সব সহবৎ ।

 

কারখানাতে যন্ত্র ঘোরে একঘেয়েমি ছন্দে তালে

তার মধ্যেও আমি জড়াই আমার ভাষার মুক্তিজালে ।

 

নদীর বুকে নৌকো যখন উড়তে থাকে হাওয়ায় হাওয়ায়

আমি আমার মাতৃভাষার স্পর্শ দেখি সেই সে যাওয়ায় ।

 

 

 

 

সুবীর ঘোষ

৩০১ আশ্রয় এ্যাপার্টমেন্ট

গ্রুপ হাউসিং , বিধাননগর

দুর্গাপুর—৭১৩২১২

চলভাষ—৯৯৩২৬৪০৯৪৯

 

No comments:

Post a Comment