কবিতা ।। যুক্তাক্ষর ।। প্রতীক মিত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, February 21, 2021

কবিতা ।। যুক্তাক্ষর ।। প্রতীক মিত্র

 
 পাঁচ বছরের ছেলের সাথেই কথা চলছিল।
সে তার মতন বকে যাচ্ছিল যেমন বকে।
নতুন ইংরেজি শব্দ শেখায় যতটা আগ্রহ দেখাচ্ছিল
ততটা ছিল না বাংলার বেলা।
বাংলা কঠিন বাংলা কেমন কেমন বলাতে
তার চেয়ে বেশি বেজার হলাম আমিই
এই ভেবে হায়রে ছেলে
সেও শেষমেশ গেল
 সেই সংকর প্রজন্মরই দলে!
তারপর অনিচ্ছা নিয়েই পড়তে পড়তে 
সে দেখি সেই নতুন শব্দেই আগ্রহ পেতে লাগলো
যেই শব্দে আছে যুক্তাক্ষর।
তারপর? ওর সাথে পালা করে
যুক্তাক্ষর খোঁজার ছুতোয় কি যে ভালো লেগে গেল
আমার নিজের ভাষাকে…আবারো।

====================

 
প্রতীক মিত্র

12 এ, সুপ্তি মিত্র সরণী, কোন্নগর, পশ্চিমবঙ্গ, ভারত
Pin: 712235

ফোন: 7044171752
মেইল: mitprat@gmail.com











































No comments:

Post a Comment