কবিতা ।। বাংলা আমার আবেগ ।। আজহারুল হক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, February 21, 2021

কবিতা ।। বাংলা আমার আবেগ ।। আজহারুল হক












তোমার ভাষাকে যদি কেউ গালমন্দ করে
তোমার কি কষ্ট হয় না? নিজভূমে যদি
তোমাকে বাংলা বাদ দিয়ে অন্য ভাষায়
কথা বলতে বাধ্য করে, তবে তোমার মাতৃভাষার অপমান হয় না? 
বুকের ভেতরটা মোচড় দেয় না?
জানি আমার বাংলা মায়ের কোল প্রশস্থ,
বক্ষের উদারতা অতলস্পর্শী, তবে কেন
তাঁর কপালে চিন্তার ভাঁজ?
তোমার ধ্বংসকামী শকুনেরা তোমার মাংসের
লোভে উৎকর্ন, তোমাদের ধর্মের বিভেদে জড়িয়ে
নতুন সকালের নামে লড়িয়ে দিতে চায় ।

এক প্রাণরসে পুষ্ট বাঙালী বিদ্যাসাগরের দেশে,
এখনো পুকুরে পদ্ম ফোটে, মাঠে দোলা দেয় সবুজ
ধানের ঢেউ, গরু, ছাগল, মহিষ চরে তৃণভূমিতে,
মাতৃভাষার সুমিষ্ট অনুরণনে ; নবজাগরণের প্রথম
কিরণ পতিত হয়েছে যে উর্বর মাটিতে -
সে আমার সাধের বাংলা ; পথ দেখিয়েছে সারা দেশকে ।
বাংলা তোমার মধ্যে নিহিত রয়েছে আমাদের
সম্মিলিত আবেগ, প্রতিফলন রবি ঠাকুরের বিশ্বজনীনতায় ।

===============

আজহারুল হক, বিদ্যাসাগর কলেজ পাড়া, পীরতলা,
শহর +পোস্ট -সিউড়ি, জেলা -বীরভূম,
পিন -731101
হোয়াটস্যাপ নাম্বার -9775741694
Alternative no -7001963611

No comments:

Post a Comment