কবিতা ।। একুশ এলে ।। ক্ষুদিরাম নস্কর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, February 21, 2021

কবিতা ।। একুশ এলে ।। ক্ষুদিরাম নস্কর
















স্বৈরাচারী যত শাসক
ইতিহাসে কেউ পারেনি।
আন্দোলন তো জনজোয়ার,
তাহার কাছে কে হারেনি ?

রক্ত দিয়ে কিনতে হল
বাংলা মায়ের বর্ণমালা।
কেউ ভুলিনি ,একুশ এলেই--
উথলে ওঠে বুকের জ্বালা।
================
 
ক্ষুদিরাম নস্কর
সোনারপুর
দক্ষিণ 24 পরগনা
ফোন--9748303909

No comments:

Post a Comment