কবিতা ।। আমার ভাষা বাংলা ভাষা ।। জয়শংকর চক্রবর্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, February 21, 2021

কবিতা ।। আমার ভাষা বাংলা ভাষা ।। জয়শংকর চক্রবর্তী





আমার ভাষা বাংলা ভাষা অন্ধকারে ছড়ায় রোদ
আমার ভাষা বুকের ভেতর সৃষ্টি করে গর্ববোধ ।

আমার ভাষা বাংলা ভাষা ধারাপাতের পাতায় সুখ
আমার ভাষা রাষ্ট্রীয় গান জাগায় সারা বিশ্ব মুখ ।

আমার ভাষায় ঝুমুর-টুসু করছে গটা বিশ্ব জয়
আমার ভাষায় বিপ্লবী গান দূর করে দেয় মনের ভয় ।

আমার ভাষা এপার ওপার জুড়ছে সেতু হৃদয় টান
আমার ভাষায় মনটা জুড়ায় বাজলে বুকে রবির গান ।

ফেব্রুয়ারির একুশ মানেই "বাংলা ভাষা" আমার দিন
বন্ধু , যাঁরা শহীদ সেদিন তাঁদের নামের বাজুক বীন ।। 

     ---------------------------------------------------------------------
 
 
নাম - জয়শংকর চক্রবর্তী
ঠিকানা - CISF unit RSP 
                ROURKELA
                ODISHA
 PIN -      769001
MOB -7001909441

No comments:

Post a Comment