Featured Post
ভাষাদিবসের কবিতা ।। জয়ন্ত চট্টোপাধ্যায়
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
সা।
সারারাতই নীরব ছিল পাড়া ভোরের বেলা উঠলো জেগে কারা
ছোটো এবং বড়ো সবাই মিলে শামিল দেখি কীসের সে মিছিলে
কানে কানে বাতাস এসে বলে মাতৃভাষার জন্য ওরা চলে।
রে।
রে রে করে উর্দুভাষী সেনা মিটিয়েছিল হিংস্রতার দেনা।
রক্তে রাঙা মায়ের বুকের জমি লুটিয়ে পড়ে মা বলে শেষ নমি।
গা।
গাইলো ওরা কাঁদলে তুমি মা বুকে তোমার পুত্রশোকের ঘা
কোন রাগেতে জ্বলেছিল ফাগ বেহাগ দীপক অথবা বৈরাগ?
মা।
মাতৃভাষায় অমৃতময় সুখ আনতে গেলে রক্ত দিতে হয়!
জলে ডোবা শিশুর মতো মুখ তবু কেবল বলতে হবে জয়!
পা।
পায়নি বিজয় অত্যাচারীর দল বলিদানের গর্বে পাওয়া বল
মাতৃভাষা মায়েরই এক নাম চোখের মতোই মহামূল্যবান।
ধা।
ধারের কথায় কদিন বাঁচা যায় দেশে থেকেও পরাধীনের ভাব
ঘুচিয়ে গেল বীর শহিদের দল তাদের স্মৃতি নিত্য জেগে থাক।
নি।
নিষেধ ভাঙা মাটির উপর বাস বিস্মরণের কালো করে গ্রাস
অস্ত্রহীনের মুখর প্রতিবাদে শাসকবুকে প্রবল তুফান জাগে।
সা।
সারাবেলা পাতা ঝরেই চলে সেই যে গাছের শহিদপুজোর ফুল
আমরা আনি আনন্দটা তুলে মালির কথা সারাজীবন ভুল।
=============================
গোপেশ্বরপল্লি, বিষ্ণুপুর,বাঁকুড়া - ৭২২১২২
কথা - ০৭০০১৪৫৬৭২১/০৯৭৩২২৩৭৬০৮
ই-মেইল : chattopadhyayjayanta59@gmail.com
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন