Featured Post
কবিতা ।। সুমনা ভট্টাচার্য্য
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
অথ উলূপী কথা
সুমনা ভট্টাচার্য্য
হৃদয় কখনো নিয়ম বহির্ভূত
সহিষ্ণুতার সংযমী বাঁধ ভাঙে-
নারীরও জাগে তৃষ্ণা যথাবিহিত
আমন্ত্রণের সাংকেতিক আহ্বানে ;
নই দ্রৌপদী শীলিত ব্যবহারিক-
আশিরনখের আর্য মুদ্রাদোষ,
নেই সুভদ্রা বা চৈত্রবাহনীর
পুরুষমোহিনী শৃঙ্গার সংযোগ ।
চলেছি জীবনে -দ্বিধাহীন নাগ মেয়ে
নির্লজ্জ পা বাঁধে উদার ছন্দ-
বিধাতার ভুল নিজে দেবো শুধরিয়ে
যাপন জানেনা রাখ ঢাক-নিঃশর্ত;
সেদিন অর্জুন স্নান এঁকেছিলে গায়ে ...
পৌরুষ ছোঁয়া জলের উজান স্রোত
নিষেধ বল্গা ছিঁড়েছে বিধবা মেয়ে
স্রোতের টানে যে হারায় কপর্দক -
কপর্দকেই সোনার পাথর বাটি
উপবাসী দেহ- মানে না মনু-শাসন
ধৃষ্টতা ঘোর, শুদ্ধ অবিশ্বাসী -
অনর্থ মানে সপ্তপদী গমন -
ঝুলিতে জমানো একরাত সহবাস
একরাত প্রেমে কিনেছি গর্ভক্ষত
সেই ক্ষতে ভরি' জীবনের অধিবাস...
যেমন ভিক্ষা চিনে নেয় ক্ষুধার্ত;
চতুর্বর্গ শুধু পুরুষ-মোক্ষ
ভার্যার ক্রিয়া পুত্রার্থেই বলে-
কর্তৃ বাচ্যে বাঁচে পুরুষ আর্য
বিবাহ বচনে প্রবোধের মন গলে ।
পাশা খেলা হোক বা অশ্বমেধ বাজী-
পরস্মৈপদী একা কন্যা শাস্ত্র -
আঁচ পাবে না যে তুমিও সে গাণ্ডিবী
স্বাধীন মায়ের একক কুরুক্ষেত্র...
----------------------
সুমনা ভট্টাচার্য্য
ফ্ল্যাট নং-4I,4th floor,নন্দগড় হাউসিং কমপ্লেক্স
1/Aকাজীপাড়া মেন রোড
বারাসত, উঃ২৪পরগনা
কলকাতা-700124
ইমেলঃsumana2313@gmail.com
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন