কবিতা ।। অরবিন্দ পুরকাইত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, March 16, 2021

কবিতা ।। অরবিন্দ পুরকাইত

 

তুমি বিনা কোথায় জীবন

 অরবিন্দ পুরকাইত


নারী মানে আনাড়ি ক'জন আর বলতে ছাড়ি
নারী মানে নরকের দ্বার,
থাকে না কথাটি পেটে হাট করে বসে
দেখাদেখি কেনাকাটি, খালি গাঁট খসে –
কতশত অভিযোগভার!

পথে সে বিবর্জিতা কে বা আর না জানি তা
স্ত্রীর কাছে মিথ‍্যায় শাস্ত্রে সায়,
কলঙ্ক নারীরই বেলা, পরমহংস নর
মহামূল‍্য পুরুষরত্ন, স্ত্রীলোকের কী দর –
ধরনা তাই পুত্রকামনায়।

সন্তানের জন্ম দিতে দু-দণ্ড বিশ্রাম নিতে –
ক্রমে বন্দি করল সংসার,
কে খোঁজে কী বল আছে, কতখানি সুধা
রিরংসা হানাহানি – রক্তাক্ত বসুধা,
নারীর ইচ্ছার করুণ সংহার!

সময়-সুযোগটি পেলে সৃজনে সম্মান মেলে
সময়ের হাতে নজির ঢের,
জননী জায়া বা কন্যা ভাবিনি তত
প্রতিদ্বন্দ্বীরূপে যেন বিরোধরত!
নারী আপন সম্মান পাক টের।

       *       *       *       *       *

অরবিন্দ পুরকাইত
গ্রাম ও ডাক – গোকর্ণী,
থানা – মগ‍রাহাট,
জেলা – দক্ষিণ চব্বিশ পরগনা,
ডাকসূচক – ৭৪৩ ৬০১।


 

No comments:

Post a Comment