কবিতা ।। পার্থ সারথি চক্রবর্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, March 16, 2021

কবিতা ।। পার্থ সারথি চক্রবর্তী




নারী বিষয়ক 

পার্থ সারথি চক্রবর্তী 


তুমি কি কেবলই মা, নাকি
কারো মেয়ে বা কারো বন্ধু! 
আজ থেকে তুমি তাই রমা,
কখনো চন্ডী কখনো শ্যামা।

তোমার জন্ম নারীর কোলে
তাই আজো সভ্যতা দোলে
নিজের সকল কষ্ট ভুলে 
সবার জন্য লড়েই গেলে।

নও শুধুই সবার আশা
হাতের মুঠোয় ভালবাসা 
রাগ, অভিমান পুষে মনে
সাজাও জগতকে যতনে।

তুমিও আর ক'রো না ক্ষমা
সভ্যতার মুখে ঘষো ঝামা
নরম শিরদাঁড়া সোজা করে 
দাঁড়াও আজ শক্ত শরীরে।

No comments:

Post a Comment