কবিতা ।। পলাশ পোড়েল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, March 16, 2021

কবিতা ।। পলাশ পোড়েল


আমার মা

পলাশ পোড়েল

তোমার আঁচলে সংসারের চাবি
তাতে ছিল নক্সা আঁকা,
অভিমান কোঁচড়ভরে বোনে স্বপ্নখানি
মা নয় সে সুজন সখা।
বালিকা বয়সেই  বাজলো যে সানাই
গোধূলি লগ্ন দেখে,
বুঝি সেই থেকে শুরু, নতুন বউ ঘরের
সোহাগী সিঁদুর মেখে।
তুমি হাসি মুখে সব মেনে তবু নিলে
কষ্টকর এ সংসারে,
আমরা তোমায় কখনো সুখ তো দিইনি
দুঃখে ব্যথিত অন্তরে।
মা গো এখন ছবি তুমি আমার হৃদয়ে
একলা কাঁদে মন,
বুকে থাকে তোমার স্মৃতি পড়ে যা মনে
সদাই ক্ষণে ক্ষণে।

 ==================


No comments:

Post a Comment