কবিতা ।। মোনালিসা নায়েক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, March 16, 2021

কবিতা ।। মোনালিসা নায়েক



হৃদস্পন্দন 

(প্রিয় নারী – আমার মা-কে)

মোনালিসা নায়েক

মা মানে পৃথিবীর আলো দেখার আগে থেকে সযত্নে আগলে রাখা  একটা হৃদয়মন্দির
ভ্রূণ থেকে প্রকৃত মানুষ হয়ে ওঠার লড়াকু শক্তি আর সাহস,
অব্যক্ত কথারা হয়ে ওঠে হৃদয়,
এমন এক আদর্শ চেতনার মূল্যবোধে জীবনকে চিনিয়ে দেওয়ার অসীম ক্ষমতা,
অবিচ্ছিন্ন  এক বন্ধন, সব প্রতিকূলতাকে হারিয়ে সংগ্রামের অস্তিত্বে জয়টীকা।
'মা' এই ছোট্ট শব্দের ব্যাপ্তিতে  মরুভুমি বুকে সুখের খনি,
সংসার এক দীর্ঘ সংগ্রামী -কন্টকাকীর্ণ পথের অবিশ্রান্ত সৈনিক।
একটা সময় মায়েদের ছেড়ে আসতেই হয় নতুনসংসারকে নিজের করে পেতে,
মায়ের আঁচল ছায়ার দাগ শুঁকে ভুলে থাকি পৃথিবীটা শূন্য লাগার যন্ত্রনা।
এখন নিজে মা হয়ে বুঝেছি কোনো অভিযোগ রাখতে নেই,
নিজেকে উজাড় করে সন্তানের হৃদস্পন্দন হয়ে বাঁচতে।
রাজসুখ থাকলেও ঋষির মতোই জীবনযাপন করে সব মা-রাজর্ষি।
 
=============
 
 

 
মোনালিসা নায়েক
আরামবাগ 
হুগলী
ফোন-৯৬৪৭৫৫৭৪০৯

No comments:

Post a Comment