Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

কবিতা ।। দেবব্রত মণ্ডল



  গর্ভধারিণীর মুখ

   দেবব্রত মণ্ডল



ক্ষুধার ভার আর বিগত রাতের বাসি-গন্ধ মেখে
শিশুর মতো ঘুমিয়ে আছে আমার গ্রাম!
ঘন কুয়াশা সরিয়ে ধীরে জেগে উঠছে কাকভোর
উঠোনে অপেক্ষমান শীতকাতুরে আফোটা আলো
এমন দিনে আমি মন্মর্জির উজানে হাঁটি
অর্ধশতক পার করি অনায়াসে- যত পিছনে যাই
উদোম হাওয়ায় স্মৃতির গুহমুখ খুলে যায় ক্রমশ।

ওই তো গোঠের রাখল গরুর বাঁধন খোলে
ঘুম চোখে গৃহপালিতেরা অকস্মাৎ থমকে দাঁড়ায়
ওদের দৃষ্টি সড়গড় হলে, নতুন রাখল ভেবে যখন
হাম্বা রবে ডেকে ওঠে- আমি পুরানো রাখল হয়ে যাই!

নারকেল পাতা ছিপ ফেলে পুকুরের জলে
দোল খায়, সমস্ত আলো গেঁথে তোলে নিজস্ব স্বভাবে।
একটা ক্ষুধার্ত সকাল বাসি বাসনে দেয় উঁকি, আর
নরম রোদে- বুকে সুগন্ধ নিয়ে নির্ভার বকুল ঝরে।
পোষা হাঁসের সেই গদগদ ভাব, ওদের আয়ত চোখে
আঁটুলির মতো চাপা অভিমান দেখি!

আমি অফুরন্ত হলুদের মাঝে স্মৃতি হাতড়াই
ভাঙা পাঁচিলে ফুটে আছে সহজ চিত্রমালা, এইমাত্র
বাড়ীর ছোটোবউ ঘুঁটে দিয়ে গেছে। সলাজ ঘোমটায়
ঢাকা সুখের সিঁদুর, আঁচলে প্রভাত শিশির মিশে আছে।
দৃশ্যান্তরে- আমার চেতনায় ফুটে ওঠে এক মায়াময় রূপ।
তাঁর ছেঁড়া আঁচলের খুঁটে বাঁধা সমস্ত ক্লেশের কঙ্কাল-
দুঃখিনীর চোখের পাতায় চাপা কান্না, ওষ্ঠে ধরা সুখ।
দুঃখের স্রোতে ভেসে গেছে যার সম্পূর্ন নারীজন্ম
সে আমার অনেক কালের চেনা, গর্ভধারিণীর মুখ।
-------------  

লিখনে: দেবব্রত মণ্ডল।
রচনাকাল: 11-10-2020.
স্থান: জাহাজে, বঙ্গোপসাগর।
 

...................................…....…......….….…......…
মাননীয়,
সম্পাদক মহাশয়,
নবাপ্রভাত পত্রিকা।

আপনাকে বসন্ত শুভেচ্ছা জানাই। আমি দেবব্রত মণ্ডল, কলকাতার বাসিন্দা, প্রবাসে কর্মরত। কবিতা পাঠক, সামান্য লেখালেখি। এক কবি বন্ধু আজই আপনাদের ৩৭ তম সংখ্যার লেখার আমন্ত্রণ আমাকে পাঠিয়েছেন। ব্যস্ততার মধ্যেও আমি একটি নারী বিষয়ক কবিতা পাঠালাম। আপনাদের মনোনয়ন পেলে, কৃতজ্ঞ থাকবো। যদি অনিচ্ছাকৃত কোনো বানান ভুল থাকে, দয়াকরে ঠিক করে নেবেন। কোনও শব্দের পরিবর্তন করার দরকার হয়, সেটা আপনারা করে নিলে খুশি হবো। আমার ঠিকানা কবিতার শেষে দিলাম। ছবি অ্যাটাচ করা আছে। কবিতাটি নিচে লিখে দিলাম: -
 পত্র শেষে আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আপনার পত্রিকার সকল সাফল্য কামনা করি।

ইতি,
বিনীত,

দেবব্রত মণ্ডল।
জাহাজ থেকে, বঙ্গোপসাগর।

আমার ঠিকানা:
Debabrata Mandal.
ESI Hospital Campus, Manicktala.
Flat - 6. Block - A. Type - IV.
Bagmari Road. Kolkata - 700054.
West Bengal.
Mobile: 6289761331.
WhatsApp: 9433404644.

Photo: Attached with the mail.


মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত