নারী নির্যাতনের সূত্রপাত ।। রাজা দেবরায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, March 16, 2021

নারী নির্যাতনের সূত্রপাত ।। রাজা দেবরায়

 


নারী নির্যাতনের সূত্রপাত!

রাজা দেবরায়



ছোটবেলা থেকেই লিঙ্গভেদের শিক্ষা দেওয়া হয় আমাদের সমাজে। সন্তান মেয়ে হলে জন্মকালেই চুড়ি, নূপুর পরানোর আপ্রাণ প্রচেষ্টা দেখা যায়। তাছাড়া লিঙ্গভেদে পোশাক পরানো, মেয়েদের ঘরে আটকে রাখা, ছেলেদের বাইরে যাবার ছুট দেওয়া ইত্যাদি সমাজে দেখা যায়। যার ফলস্বরূপ ছোটবেলা থেকেই ছেলে এবং মেয়ে আলাদা, ছেলে শক্তিশালী বেশি, ছেলে হলেই সুযোগ ও সুবিধা বেশি ইত্যাদি মনে গেঁথে যায় আমাদের। সবথেকে বড় কথা মেয়েদের থেকে ছেলেদের অধিকার বেশি এই মানসিকতা মেয়েদের তাড়াতাড়ি বেশি চলে আসে!

পুরুষতান্ত্রিকতার নাগপাশে জড়িয়েই নারী নির্যাতনের সূচনা হয়। ছোটবেলা থেকেই ছেলে ও মেয়ে আলাদা বোঝানোর সমাজের যে আপ্রাণ প্রচেষ্টা সেটাই নারী নির্যাতনের সূত্রপাত বলে মনে হয়।।

===========

রাজা দেবরায়
আগরতলা, ত্রিপুরা, ভারত
চলভাষ এবং হোয়াটসঅ্যাপ- 07005712884

No comments:

Post a Comment