কবিতা ।। অমিতাভ সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, March 16, 2021

কবিতা ।। অমিতাভ সরকার

 

নারীর অন্দরে

অমিতাভ সরকার




পৃথিবী পর্দা আঁটা
অসুখের পথ হাঁটা
নারীতে পৃথিবী গড়া নারী চিন্তায়।


মনের যাপনাতলে
চেতনার বাতি ছলে
জীবনে নাড়ীর টান স্বার্থে খাটায়।


চাহিদার কামনায়
রোদ ক্ষোভ যাপনায়
 নারী সে   বুঝতে নারি চেনা-অচেনায়।



তবুও একলা জ্বরে
শরীর  মনের দরে
 সুখেতে ক্ষতের আভা  মূক ভাষা চায়।


সময় পালটে চলা
মনেতে বিষম জ্বলা
তবুও ভাবনা সে কি খুব পালটায়?

====================



অমিতাভ সরকার
আনন্দললোক আবাসন, ফ্ল্যাট ২ ই,১২৭ যশোর রোড,বারাসাত, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত
ফোন ঃ৯৪৩২২৮৩১৭৪

No comments:

Post a Comment