কবিতা ।। সম্পা পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, March 16, 2021

কবিতা ।। সম্পা পাল



তৃতীয় বিশ্ব ও নারী

সম্পা পাল



আরও একটি এবং
তারপরও নদী হতে ইচ্ছে হয়

জানোতো আমি তৃতীয় বিশ্বের এক নারী
একদিন আকাশ ছোঁয়ার স্বপ্ন ছিল
এখন আকাশ আর একটু উঁচু

তবু একটি জীবন বহন করছি দৈনিক
প্রথম বিশ্বের স্বপ্ন দেখিনি বিশেষ
ওখানে আমেরিকা আছে
শুধু অলিন্দে সীমাহীন শূন্যতা

জানি তৃতীয় বিশ্ব কখনো নারীর শূন্যতা খোঁজে না
তবু সব শূন্যতার পরও একটি বসন্ত থাকে
একটি এবং থাকে একটি নদীও থাকে.....
---------------

সম্পা পাল , শিলিগুড়ি 

No comments:

Post a Comment