ছড়া ।। রিয়াদ হায়দার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, March 16, 2021

ছড়া ।। রিয়াদ হায়দার

 

মা

রিয়াদ হায়দার


মাথায় উপর আদর মাখা
একটা স্নেহের হাত,
যত্ন করে বাড়িয়ে দিতেন
থালা ভর্তি ভাত।

স্কুলেতে যাবার সময়
গুছিয়ে দিতেন খাতা,
আদর করে আঁচড়ে দিতেন
ভিজে চুলের মাথা।

কাছে নিয়ে সোহাগ মেখে
গালে দিতেন চুমো,
বলতো তিনি-সোনা রে তুই
এবার একটু ঘুমো।

সারা জীবন আগলে রেখে
আঁচল দিয়ে ঢাকে,
ছোট্ট সোনা মনের সুখে
আদর মেখে থাকে।

ছেলে-মেয়ে'র জন্য যিনি
থাকেন সকল কাজে,
শ্রদ্ধা জানাই তিনি হলেন
সবার প্রিয় মা'যে...
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

রিয়াদ হায়দার
সরিষা আশ্রম মোড়
পোস্ট - সরিষা
থানা - ডায়মন্ড হারবার
জেলা - দঃ২৪ পরগণা
পশ্চিমবঙ্গ, ভারত
ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর - 9609618020


No comments:

Post a Comment