কবিতা ।। অঞ্জনা দেব রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, March 16, 2021

কবিতা ।। অঞ্জনা দেব রায়



আমার প্রিয় নারী আশাপূর্ণা দেবী

অঞ্জনা দেব রায়



শতকোটি নারীর মধ্যে 
তোমাকে চিনেছি বহুদূর থেকে
 জ্ঞানের আলোয় উদ্ভাসিত হয়ে 
নারী জাতিকে এগিয়ে যাওয়ার মন্ত্র দিয়েছিলে তোমার কলমে প্রকাশিত হলো
 নারী শক্তির অপার মহিমা ।
তোমারই লেখা নারী  প্রগতির ত্রয়ী উপন্যাসে
 তিন প্রতিবাদী নারী চরিত্র চির উজ্জল ,
তোমার অদম্য সাহস সমস্ত তুচ্ছতাকে ভাসিয়ে নিয়ে 
মহান স্রষ্টার আসনে প্রতিষ্ঠিত করেছিল তোমাকে,
 তোমার লেখনি শক্তি সাহিত্যের অঙ্গনে মহারানীর মর্যাদায় 
তোমাকে প্রতিষ্ঠিত করেছিল, 
তুমি হলে সেই নারী জগতের উজ্জ্বল নক্ষত্র
 
 আমার প্রিয় নারী আশাপূর্ণা দেবী । 
 
===================
 


No comments:

Post a Comment