Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

আমার চোখে নারী ।। দেবব্রত ঘোষ মলয়



আমার চোখে নারী

দেবব্রত ঘোষ মলয়


আমি কখনোই আলাদা করে নারী দিবসের কথা ভাবিনি। আমি তো জন্মে থেকেই দেখেছি  আমার জীবনে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে গেছে তাদের নারী বা পুরুষ সত্তা নিয়ে ভাবার অবকাশই হয়নি, কারণ তাঁরা মানুষ সত্তা নিয়েই জড়িয়ে গেছেন আমার দৈনন্দিনতায় আষ্টেপৃষ্টে। তাঁদের ছাড়া আমি সার্বিকভাবেই অচল।
আবার আমি দেখেছি চারপাশের বেশির ভাগ মানুষই নারী বা পুরুষের পরিপূরক এবং দুই সত্তা মিলেই দাঁড় বেয়ে চলেছে সংসার তরণীতে। মা, ভার্যা, কাকিমা, পিসিমা, মাসিমা, বোন, দিদি, প্রেমিকা বা হালের গার্লফ্রেন্ড সবাই নিজের চারপাশের পুরুষদের যত্ন করে, ভালবাসে, বকে এবং ধমকায়ও সময়ে সময়ে। ঠিক সেভাবেই পুরুষরাও। জীবনে কতবার কত পিতা মায়ের ওপর রেগে সন্তানদের শঙ্কিত করে ঘর থেকে বেরিয়ে গেছে আবার কিছু সময় বাদেই হাতে কাঙ্খিত জিনিসটি নিয়ে ফিরে এসেছেন একগাল হাসি নিয়ে। আর মা যে কতবার চিৎকার চেঁচামেচি করে "এই লোকটা আমার জীবন ভাজা ভাজা করে দিলো" বলে কথা বন্ধ করার কিছু সময় পরেই মানুষটির প্রিয় খাবার বানিয়ে এনে সামনে সশব্দে রেখে "নাও, খেয়ে আমায় উদ্ধার কর" বলার পরই যে দৃষ্টিটা হানে, তাকে প্রেম-ভালোবাসা ছাড়া অন্য কিই বা নাম দেওয়া যায়!
আচমকা কর্মক্ষেত্রে চিরছুটি ঘোষণা হলে বা লোনের দায়ে বাড়িটি বন্ধক হলে বা একমাত্র মেয়ের বিয়ে বা ছেলের পড়ায় (অথবা উল্টোটা) জেরবার হলে কত ভার্যা যে সঞ্চিত গহনা বিক্রি করে স্বামীর হাতে তুলে দেয়, অথবা কত স্বামী অফিসে বা পার্টিতে খাবার সময় বাড়ির কথা ভেবে কিছুটা খাবার না খেয়ে নিয়ে আসে তার হিসাব কে রাখে!
উদাহরণ দিতে গেলে এক পাহাড় বা এক সমুদ্র জায়গা লাগবে। মোদ্দা কথা হল, নারী আর পুরুষ পরস্পরকে জড়িয়ে ধরে ভালবেসেই তৈরি করে সংসার নামক ফুলের বাগানটি।
ব্যাতিক্রম কি নেই, আছেই, সবেতেই যেমন থাকে সামান্য। কিন্তু মাতৃভূমি আটকানো কিছু উগ্র মানুষের পাশাপাশি কত মানুষই রোজ ট্রেনে জায়গা ছেড়ে দেন বাচ্ছা কোলে মাকে, নিজেই দেখেছি। আবার কিছু উগ্র মহিলা লেডিস কামরা থেকে কাউকে ধাক্কা দিলেও অসংখ্য নারী হাত ধরে তুলে নেয় ছুটন্ত পুরুষকে। 
বন্ধু, একটা নারী দিবস নয়, নারীকে শ্রদ্ধা করতে হয় ভালবাসতে হয় প্রতি দিন প্রতি পলে, মঞ্চে নারীবাদী বক্তৃতা করে বাড়ী এসে বউকে হুকুম করে নয়। 
আমার কাছে প্রতিটা দিনই নারী দিবস, প্রতিটা দিনই পুরুষ দিবস।

দেবব্রত ঘোষ মলয়
বাকসারা, হাওড়া ৭১১১১০
ফোন - ৯৩৩১২৭১৮২৫

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত