Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

আমার চোখে নারী ।। দেবব্রত ঘোষ মলয়



আমার চোখে নারী

দেবব্রত ঘোষ মলয়


আমি কখনোই আলাদা করে নারী দিবসের কথা ভাবিনি। আমি তো জন্মে থেকেই দেখেছি  আমার জীবনে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে গেছে তাদের নারী বা পুরুষ সত্তা নিয়ে ভাবার অবকাশই হয়নি, কারণ তাঁরা মানুষ সত্তা নিয়েই জড়িয়ে গেছেন আমার দৈনন্দিনতায় আষ্টেপৃষ্টে। তাঁদের ছাড়া আমি সার্বিকভাবেই অচল।
আবার আমি দেখেছি চারপাশের বেশির ভাগ মানুষই নারী বা পুরুষের পরিপূরক এবং দুই সত্তা মিলেই দাঁড় বেয়ে চলেছে সংসার তরণীতে। মা, ভার্যা, কাকিমা, পিসিমা, মাসিমা, বোন, দিদি, প্রেমিকা বা হালের গার্লফ্রেন্ড সবাই নিজের চারপাশের পুরুষদের যত্ন করে, ভালবাসে, বকে এবং ধমকায়ও সময়ে সময়ে। ঠিক সেভাবেই পুরুষরাও। জীবনে কতবার কত পিতা মায়ের ওপর রেগে সন্তানদের শঙ্কিত করে ঘর থেকে বেরিয়ে গেছে আবার কিছু সময় বাদেই হাতে কাঙ্খিত জিনিসটি নিয়ে ফিরে এসেছেন একগাল হাসি নিয়ে। আর মা যে কতবার চিৎকার চেঁচামেচি করে "এই লোকটা আমার জীবন ভাজা ভাজা করে দিলো" বলে কথা বন্ধ করার কিছু সময় পরেই মানুষটির প্রিয় খাবার বানিয়ে এনে সামনে সশব্দে রেখে "নাও, খেয়ে আমায় উদ্ধার কর" বলার পরই যে দৃষ্টিটা হানে, তাকে প্রেম-ভালোবাসা ছাড়া অন্য কিই বা নাম দেওয়া যায়!
আচমকা কর্মক্ষেত্রে চিরছুটি ঘোষণা হলে বা লোনের দায়ে বাড়িটি বন্ধক হলে বা একমাত্র মেয়ের বিয়ে বা ছেলের পড়ায় (অথবা উল্টোটা) জেরবার হলে কত ভার্যা যে সঞ্চিত গহনা বিক্রি করে স্বামীর হাতে তুলে দেয়, অথবা কত স্বামী অফিসে বা পার্টিতে খাবার সময় বাড়ির কথা ভেবে কিছুটা খাবার না খেয়ে নিয়ে আসে তার হিসাব কে রাখে!
উদাহরণ দিতে গেলে এক পাহাড় বা এক সমুদ্র জায়গা লাগবে। মোদ্দা কথা হল, নারী আর পুরুষ পরস্পরকে জড়িয়ে ধরে ভালবেসেই তৈরি করে সংসার নামক ফুলের বাগানটি।
ব্যাতিক্রম কি নেই, আছেই, সবেতেই যেমন থাকে সামান্য। কিন্তু মাতৃভূমি আটকানো কিছু উগ্র মানুষের পাশাপাশি কত মানুষই রোজ ট্রেনে জায়গা ছেড়ে দেন বাচ্ছা কোলে মাকে, নিজেই দেখেছি। আবার কিছু উগ্র মহিলা লেডিস কামরা থেকে কাউকে ধাক্কা দিলেও অসংখ্য নারী হাত ধরে তুলে নেয় ছুটন্ত পুরুষকে। 
বন্ধু, একটা নারী দিবস নয়, নারীকে শ্রদ্ধা করতে হয় ভালবাসতে হয় প্রতি দিন প্রতি পলে, মঞ্চে নারীবাদী বক্তৃতা করে বাড়ী এসে বউকে হুকুম করে নয়। 
আমার কাছে প্রতিটা দিনই নারী দিবস, প্রতিটা দিনই পুরুষ দিবস।

দেবব্রত ঘোষ মলয়
বাকসারা, হাওড়া ৭১১১১০
ফোন - ৯৩৩১২৭১৮২৫

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল