কবিতা ।। সুজিত কুমার মালিক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, March 16, 2021

কবিতা ।। সুজিত কুমার মালিক



নারী, তুমি দশভুজা


অগ্নিপরীক্ষার অপমানের দহন
শীতল করেছে বিভাজিত ধরণী।
পাশার দানে পরাজয়ের গ্লানি
বস্ত্রহরণের উল্লাসে মাতে!
সহমরণের সতীত্ব লাভে
খোল-করতাল কান্না ঢাকে,
বিপত্নীক নাকি ভাগ্যবান,
তারক সাজে বরের বেশে।
ভালোবাসার আশ্চর্যতম সৌধে
জল রঙে বেদনার চিত্র।
লালসার শিকারি হয়ে পুড়ে 
প্রহসনি সমাজ বেআব্রু হয়।
যুগ হতে যুগান্তরে তুমি
শোষিত, লাঞ্ছিত, অপমানিত।

তবুও তুমি জন্মদাত্রী!
অসুর নাশে দানবদলনি,
রক্ষা কালে বিপদতারিণী।
যম দুয়ারে কাঁটা বিছিয়ে
ভাইয়ের কপালে বিজয় তিলক।
জহরব্রতে বাঁচাও পরিবারের মান,
মাতঙ্গিনী হয়ে উড়িয়ে দাও নিশান।
বিরহী প্রেমিকা তুমি অন্তঃপুরে,
স্বপ্নের আলপনা তোমার হৃদয় জুড়ে।
নারী-তুমি দশভুজা, তুমিই অর্ধ-জগৎ।

==================

সুজিত কুমার মালিক
গ্রা: মইখণ্ড, পো: হেলান
আরামবাগ, হুগলী
পিন:৭১২৪১২
মোঃ৯৬৩৫৪২৪৬২






No comments:

Post a Comment