কবিতা।। দীপঙ্কর বেরা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, March 16, 2021

কবিতা।। দীপঙ্কর বেরা

 

নারীর পথ চলা 

দীপঙ্কর বেরা 


অনেকদিনের অনেক পুরোন কথা মনে পড়ে
জগদ্দলকে ঠেলে তোমার যাত্রা জীবন গড়ে
তুমি মহীয়সী তুমি মানুষ হয়েছো নিজের মত
তোমাকে তাই শ্রদ্ধা জানাই করছি মাথা নত।


খুব সকালে ঘুম থেকে ওঠা করে রান্নাবাড়া
ঠিক সময়ে অফিস হাজির কর্মের ডাকে সাড়া,
বিকেলে ফিরে একা হাতে ঘরদোর সামলে
তোমার জীবনকে তুমি নিজের মত গড়লে।


না সাজগোজ গয়নাগাঠি গড়ে তোলা সংসার
সমাজের বুকে যেন সমাজ হয়ে ওঠা পরিবার,
তোমার নারী ভাবনা তোমাকে দিয়েছে মুক্তি
তুমি ভেঙে দুর্বার হলে দেখালে তোমার যুক্তি।


এত পরিশ্রমে চলতে থাকা মানুষ তুমি একক
দেখিয়ে দিতে পেরেছো তুমি এ দশক এ শতক,
প্রেমের অপরূপ ভঙ্গিমায় আমি খুঁজে পাই তুমি
দিগন্তে যেন উঠেছে সূর্য চিরকালের আত্মভূমি।

No comments:

Post a Comment