মেয়েদের কবিতা
মহাজিস মণ্ডল
কোনও ব্যথা অকপটে কাউকে বলো না
শুধু নিবিড় হয়ে আসা রাতকে লিখো
তোমার গহীন অভিসারের কথা
চারপাশে দেখো,এখন বকধার্মিকের দল
আগুন পোহানো মানুষগুলো সব্বাই ঘুমিয়ে
নির্জন কোনও রাস্তায় বেরোনোর আগে সাতবার ভেবো...
-০-
মহাজিস মণ্ডল
সবুজলেন,
নবপল্লী(১২ ফুট),
২২ বিঘা রোড,
হরিদেব পুর,
জোকা,
কলকাতা-৭০০১০৪,
মোঃ -৮৫৮৩৯৫৭৯১৯,
তারিখ -০৯/০৩/২০২১.
-০-
No comments:
Post a Comment