কবিতা ।। সোমা মজুমদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, March 16, 2021

কবিতা ।। সোমা মজুমদার


আজ আমি মানুষ 

সোমা মজুমদার


আজ ৮ মার্চ 
আজ আমি নারী 
আজ আমি মানুষ 
আজ আমি সব পারি, আজ আমি তোমার কবিতা, আজ আমি বক্তৃতা। 
আজ আমি বীরাঙ্গনা, আমি সোনীতা,আমি কল্পনা, আমি মেরিকম...
আজ আমি কিসে কম? 
আজ তোমার স্বীকার করতে লজ্জা হয় না, সারাদিনের ক্লান্তির শেষে দরজায় যখন একগ্লাস জলের সাথে স্নিগ্ধ হাসি নিয়ে আমি দাঁড়িয়ে থাকি, তুমি কেমন প্রানবন্ত হয়ে উঠ।
আজ তোমায় বলতে শুনি, আমি ছাড়া ঘরটা কেমন অগোছালো। 
আমায় ছাড়া ভাল্লাগে না। 
আমি তোমার অর্ধাঙ্গিনী। 
পছন্দের মেনু থেকে, মশারী টা গুছিয়ে দেওয়া, আমায় ছাড়া নাকি ভাবা যায় না। 
এমনকি গাড়ি থেকে বাড়ি, ট্রেন থেকে প্লেন সবি আমি চালাতে পারি। 
 
আজ ৮ মার্চ 
আজ আমি নারী, আজ আমি মানুষ 
আজ তোমায় শুনলাম রবি কবির সুরে সুর মিলিয়ে বিধাতা কে প্রশ্ন করতে  
'নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা '....
 
আসলে আজ ৮ মার্চ 
আজ আমি মানুষ 
কাল, হ্যাঁ কাল আমি নারী 
আমার অন্তঃপরে বাড়ি 
কাজের কথায় নাক গলাতে কেন আসি 
সব কথায় কেবল করি বাড়াবাড়ি 
বাচ্চা টাও ঠিক সামলাতে পারি না 
আমার দ্বারা কিচ্ছুটি হবে না 
 
আজ ৮ মার্চ 
আজ আমি নারী 
আজ আমি সব পারি।। 
 
 ===============

সোমা মজুমদার 

আসাম হাইলাকান্দি

 

No comments:

Post a Comment