কবিতা ।। জীবনকুমার সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, March 16, 2021

কবিতা ।। জীবনকুমার সরকার

 

জয়শ্রীকে

 

জীবনকুমার সরকার 


 

স্পর্শ করে  আছো সকল সত্তা 

প্রতিদিন খুঁজি তোমার পাণ্ডুলিপি 

বইমেলার মাঠ

গৌড় কলেজের  ক্লাসরুম 

আর মঙ্গলাড়ির অটোস্ট্যাণ্ড।


মহানন্দা পার জানে এসব স্মৃতিকথা 


জয়শ্রী, ভুলিনি আমাদের পতনের ইতিহাস 

মানুষেরই হিংস্রতায় ছিঁড়ে গেলো অবশেষে 

তোমার স্বপ্নের মিনার এবং 

এক আকাশ রোদ্দুর 


 পরাজিত প্রহরের মতো আহত আমরা 

এইবেলা খুঁজি নাবিকের মতো দিক 

আবারও দেখা হতে পারে কোনো এক যুগে। 

 

----------------------------------------------------

 

জীবনকুমার সরকার 

পরশপাথর অ্যাপার্টমেন্ট 

৩ নং গভঃ কলোনী 

মালদা 

পিন : ৭৩২১০১।

মোবাইল :9434818523.


 


No comments:

Post a Comment