কবিতা ।। রবিউল ইসলাম মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, March 16, 2021

কবিতা ।। রবিউল ইসলাম মন্ডল

  

ধরনীর মানস কন‍্যা

কাঁজলা আঁখি কাঁকন পরা
কলকে ফুলের মাল‍্য গলে
দেখা হলো সু প্রভাতে 
ঝাঁকড়া মাথার ফলসা তলে। 

পুস্পিতা ঐ মিষ্টি মুখীর 
কোঁকড়া বেণীর খোপার ভাঁজে 
তরতরিয়ে ঝুলছে তাজা
নীল কন্ঠের পাঁপড়ী লাজে। 

ঝিম ধরানো ঝুমকো লতা
কর্ণদ্বয়ের কোঠর হতে
লতিয়ে পড়ে ধরনীতে
মিষ্টি মধুর এঁকে বেকে। 

বাঁকা চোখের চাহুনি খানি
মোহিত করে মন ময়রী
উথাল পাতাল করে হৃদয়
দেখলে তাহার ঠোঁট বাঁকুনী। 

ঝংকারে তার ঝাঁঝর বাজে
 হাজার সেঁতার শব্দ তুলে
নৃত‍্যে তাহার মাতাল করা 
হৃদয় খানি উঠবে দুলে। 

ঐ মেয়েটি মেঘলা রঙের 
ধরনীটার মানস শিশু
আলতো ছোঁয়ায় ধন‍্য ধ্বরা

ধন্য সৃষ্টির অনেক কিছু।       

==============

রবিউল ইসলাম মন্ডল 

(শিক্ষক- বহিরা ভাগ্যবন্তপুর বি,এম, হাই স্কুল উঃ,মাঃ )



No comments:

Post a Comment