কবিতা ।। সুকান্ত সেনগুপ্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, March 16, 2021

কবিতা ।। সুকান্ত সেনগুপ্ত

 

* নারী *

সুকান্ত সেনগুপ্ত 

মায়া-মমতা ও প্রেমের সূত্রে
আগলিয়ে রাখ অন্তরে,
কুঁড়েঘরকে নিকিয়ে ঝুকিয়ে
করে তুলো তুমি মন্দিরে।

নিজ জীবনের কষ্ট'কে ভুলে
ঘরে আন সুখ শান্তি,
কখনো জননী কখনো জায়া
তোমার তো নাই ক্লান্তি!

অশুভ শক্তির বিনাশ করো
কখনো দৈত্যদলোনি,
জগদ্ধাত্রী কখনো বা তুমি
প্রেমিকের প্রিয় রমণী।

গাছের সৌন্দর্য ফুটে ওঠে
ফুল ফুটিলে যেমন,
সংসারে আসে সুখ-সমৃদ্ধি
পড়িলে তোমার চরণ।
           ------*-----
(সুকান্ত সেনগুপ্ত। গ্র:+পো:- তিলুড়ী, জে: বাঁকুড়া, পিন- ৭২২১৫৩, ফো:/হো. ৯৭৩২১৩৪০৯১)
 

No comments:

Post a Comment