কবিতা ।। শুভ্রা ভট্টাচার্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, March 16, 2021

কবিতা ।। শুভ্রা ভট্টাচার্য



 নিজেরে করো সম্মান

শুভ্রা ভট্টাচার্য



নারী, নেই কেনো তোমার সতত কোন আধার!
জলের মতো যখন যেমন তখনি তেমন আকার!
এই আছ ভাটায় আবার কখনো দেখি জোয়ারে
যে যার খুশি নাচায় বুঝি দোদুল্যমান তোমারে!
তাই কখনো দেখি বেশ আছো তুমি "বোসে"
আবার হাসি মুখে এই আছো বুঝি "ঘোষে",
তুমি বাবার দুলালী, কখনো স্বামীর ঘরনী
তুমিই আবার সর্বংসহা, সন্তানের জননী,
তোমার তিনটি দশা - কন্যা জায়া মাতা
নিজস্বতা বিকিয়ে তুমি সর্বত্যাগী দাতা।

সত্যিই নেইকো তোমার ঋজুতা দৃঢ় ব্যক্তিসত্ত্বা!
বোকার হদ্দ তুমি, বড্ড অভাব সুক্ষ্ম বুদ্ধিমত্তা!
সোশ্যাল মিডিয়ায় তোমায় ঘিরে কত ব্যঙ্গ মজা
সেই মজাতেই সামিল হয়ে​ ভাবছো তুমি রাজা!
বুঝেও কেন বোঝনা নিজ সত্তার অবজ্ঞা অপমান!
দীপ্তকণ্ঠে করো রক্ষা অন্তঃ-প্রজাতির মানসম্মান,
নারী হতেই সৃষ্টি এ সত্যকে অন্তরে করো স্বীকার
নিজের অস্তিত্বের সৌন্দর্যায়নে কঠিন অঙ্গীকার।

পুঞ্জিত ব্যথার বিষ উদগিরণে নারীতে অসহিষ্ণুতা
পুরুষের আস্ফালনের সহিত নীরব সমঝোতা!
যত দ্বন্দ লড়াই শুধু নিজ প্রজাতির সনে করো!
বোঝো না আত্মপ্রতিষ্ঠার লড়াইটা কত বড়ো!
চিত্তের দূর্বলতায় ভেবোনা তুমি অসহায় বিপন্ন
অন্যের বলিপ্রদত্ত হয়ে করো না নিজেরে পণ্য,
নিজেকে ভালোবেসে স্বসত্তাকে করো অনুভব
স্বমহিমায় জাগো,অশুভ শক্তিরে করো পরাভব,
স্ব-অবলম্বনে দৃঢ় ব্যক্তিত্বে মনুষ্যত্বে হও মহান 
জগজ্জন হতে পড়িবে ঝরে স্বতঃস্ফূর্ত সম্মান।।
 
                       ==#==#==

No comments:

Post a Comment