Featured Post
কবিতা ।। অভিষেক ঘোষ
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ভ্রান্তি
অভিষেক ঘোষ
১ ম দিন
আমায় ওরা খোলা মাঠে মুক্তি দিয়েছে ! দ্যাখো মা, আমি মুক্ত ।
কী যে আনন্দ হচ্ছে !
আমি কখনো ভাবিনি জানো,
ওরা আমায় ওদের শাসন থেকে, শৃঙ্খল থেকে, এতখানি মুক্তি দেবে !
২ য় দিন
কত সবুজ চারিদিকে ! চতুর্দিকে গা-ঘেঁষাঘেষি করার কেউ নেই ।
যেদিকে চোখ মেলছি, মুক্তজীবন হাতছানি দিচ্ছে,
আজ আর কেউ অশালীন কটাক্ষে, অবাঞ্ছিত ঘৃণ্য স্পর্শে,
বিকৃত লালসায় – আমায় নিয়ম-মাফিক
বিব্রত করতে পারবে না,
তা ভেবে কী যে ভালো লাগছে !!
৩ য় দিন
তবে কী সব্ ভুল ছিল মা ? ওদেরই একজন আজ
আমাকে আমার অজান্তেই একা করে দিয়েছে, তার নিজস্ব গোপন স্বার্থে ।
সমাজ থেকে স্বতন্ত্র করে, ব্যক্তিগত কামনার বিকৃত জগতে আশ্রয় দিয়েছে !
মা গো, এতটা ঠকে গেলাম আমি !
কখনো ভাবলাম না, কোনো পুরুষ পারে না এতটা মহৎ হতে,
এমন অসীম মুক্তি পুরুষের পৃথিবীতে অলীক । সব ভ্রান্তি-পাশ ।
সবার থেকে পৃথক করে, দিয়েছে উন্মুক্ত খোলা মাঠ । কিন্তু অলক্ষ্যে,
গোপন কামনার অদৃশ্য প্রাচীর তুলেছে, আমার স্বাধীন অবকাশ-টুকু ঘিরে ।
আজ অবাক হলে চোখ রাঙিয়ে সে বলছে, "এই গন্ডির মধ্যে
যত পারো ছোটো, কিন্তু আমি একা তোমার সব-টা চাই,
পাবে না অন্য কেউ । আর প্রাচীর ! ও তো তোমার-ই
নিরাপত্তার প্রয়োজনে !"
নিরাপত্তা ! হায় রে... আপন সত্তা যেখানে বিকালো, হল প্রতারিত,
সেখানে কী হবে নিরাপত্তার এই বুদবুদ নিয়ে ?
----------------------------
Name - Abhisek Ghosh.
Address - Swinhoe Lane,
Kasba, Kolkata - 700042.
Mobile - 7003539030.
***** *****
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন