Featured Post
নিবন্ধ ।। ফাঁদ ।। জয়শ্রী সরকার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ফাঁদ
জয়শ্রী সরকার
ঘুম ভাঙলেই একটু করে পড়ছি জটিল ফাঁদে,
ফাঁদগুলো যে ভয়ঙ্করই, তাই তো জীবন কাঁদে।
ছল-চাতুরির দুঃশাসনে ফাঁদ যেন এক মস্ত টোপ
মতলবীরা সেই টোপেতেই হাসিল করে যে যার হোপ !
বিশ্ব জুড়ে যেন ফাঁদের মহোৎসব চলছে। সুকুমার রায়ের 'মূর্খ মাছি' কবিতায় ধূর্ত মাকড়সার প্রলোভনের ডাকে ফুরফুরে মেজাজে মাছি যেই জালে পা দিয়েই বুঝেছে -- 'ও দাদাভাই রক্ষে করো ! / ফাঁদ পাতা এ কেমন তরো !"
ধরিত্রী যেন ফাঁদের পসরা সাজিয়েই রেখেছে। জ্যোতিষীর ফাঁদ, লটারির ফাঁদ, বিজ্ঞাপনের ফাঁদ। মুখোশের আড়ালে লুকিয়ে থেকে সময় বুঝে ফাঁদ আমাদের ছোবল মারে। আসলে, অস্তিত্বের সংকটে ভুগছি সবাই। নজরুল ইসলামও তাঁর গানে লিখেছেন,
"জগৎ জুড়ে ফাঁদ পেতেছিস মা,
শ্যামা কি তোর জেলের মেয়ে?"
বিচিত্র সব ফাঁদ । যেন মৃত্যুগহ্বর। শুধু রূপ বদলায়। লোভ-ঈর্ষা-বিদ্বেষ-বঞ্চনা জনিত সন্ত্রাসের ফাঁদ । প্রযুক্তির ফাঁদে ফেঁসে গিয়ে কত মানুষ নিঃস্ব হয়ে যায়। প্রেমের চোরা ফাঁদে ফেঁসে কত মেয়ে ঘর বাঁধার বিমল-বাসনা নিয়ে চিরদিনের মতো হারিয়ে যায় অনন্ত-আঁধারে। যোগ্য-শিক্ষিত ছেলেমেয়েরা অদৃশ্য ফাঁদে ফেঁসে অসহায়ের মতো ধর্ণায় বসে। কত বিচিত্র-রূপে ফাঁদ যেন আমাদের বর্ম পরিয়ে রেখেছে। সব ফাঁদকে ছাড়িয়ে গেছে 'প্লাস্টিক ফাঁদ'। একটু একটু করে আমাদের মৃত্যুবাসর আমরাই রচনা করছি। আবার, পবিত্র অপত্যস্নেহের ফাঁদে জড়িয়ে অনেক মা-বাবারও শেষজীবনের আশ্রয়স্থল হয় বৃদ্ধাবাস। আব্বাসউদ্দীন আহমেদের কথাগুলো কী ভয়ঙ্কর সত্য মনে হয়, "ফাঁন্দে পড়িয়া বগা কাঁন্দে রে !"
তাই বলি কী, ফাঁদ তো থাকবেই। প্রয়োজন সচেতনতা। "লুক বিফোর লিফ !"
আবার, পবিত্র প্রেমের মতোই দূর আকাশের চাঁদটাও যেন এক মায়া-ফাঁদ, যেখানে জগতের সমস্ত সোনাচাঁদেরা আটকা পড়ে যায় নিবিড় বিশ্বাসে !
=======
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন