Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

ছবি
  সূচিপত্র নিবন্ধ ।। মরিয়ম মির্জাখানি: এক অনন্য গণিতসূর্য ।। ... নিবন্ধ ।। নারী দিবসে যা ভাবা উচিত ।। বিশ্বনাথ পাল প্রবন্ধ ।। প্রাচীনকাল থেকে নারীরা অবহেলিত, বঞ্চিত,... নিবন্ধ ।। আমার চোখে আদর্শ নারী ।। জয়শ্রী বন্দ্... ফিচার।। এই মুহূর্তে বাংলা সাহিত্যে নারীদের লেখালেখ... আফ্রিকার লোককথা ।। করোটিকে বিয়ে করা অবাধ্য মেয়েটি ... ছোটগল্প ।। মানবী ।। ভুবনেশ্বর মন্ডল নিবন্ধ ।। ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম নারী মু... নিবন্ধ ।। প্রিয় মহিলা সাহিত্যিক আশাপূর্ণা দেবী ।। ... গল্প ।। উই ওয়ান্ট জাস্টিস ।। রবীন বসু প্রবন্ধ ।। নিপীড়িতা ।। শ্যামল হুদাতী ফিচার ।। রমণী রতন ।। মানস কুমার সেনগুপ্ত প্রবন্ধ ।। নারী সমাজ : তখন-এখন ।। তপন মাইতি নিবন্ধ ।। বহমান কালের ধারায় নারী ।। দীপক পাল গল্প ।। আমার দুর্গা ।। অঞ্জনা গোড়িয়া (সাউ) গল্প ।। যোগ্য জবাব ।। সমীর কুমার দত্ত ছোটগল্প ।। আমি দুর্গাকে দেখেছি।। চন্দন দাশগুপ্ত গল্প ।। সম্পর্ক ।। গৌতম সমাজদার কবিতা।। নারী মানে ।। গোবিন্দ মোদক কবিতা।। নারী ।। সমর আচার্য্য ছড়া ।। নারী অসামান্যা ।। সৌমিত্র মজুমদার কবিতা ।। নারী দিবসে ।। বিবেকানন্দ নস্কর কবিতা ।। না...

মুক্তভাবনা ।। সুখের সন্ধান ।। আরতি মিত্র


সুখের সন্ধান

আরতি মিত্র


চির অতৃপ্তিই মানুষের নিত্য সহচর।
চাহিদার কখনও শেষ হয় না,
ক্রমাগত তা সীমা অতিক্রম করে;
একটা পূরণ হলেই আরেকটার পেছনে ছুটে যায়। 
মানুষ নিজেই জানে না কতটা পেলে সে খুশীর সাগরে ভাসবে ,  কতটা না পেলেই বা জীবনের সব আনন্দ মাটি হয়ে যাবে।
সুখ-শান্তি যে কখনও বৈভবের উপর নির্ভরশীল নয় একথা  জানা নেই। লোভ মনুষ্যত্বের বিনাশ ঘটায়। 
সুপথ ছেড়ে বিপথের উদ্দেশ্যে পাড়ি দেয়।
চলার নেশায় কোথায় থামতে হবে সেটাও মনে রাখে না।
অচিরেই সুখ হয় অসুখের নামান্তর ।
এই পরিস্থিতিতে তাই  সুখ অধরাই থেকে যায।
 মানবমনে এই   সুখানুভূতি বড়োই আশ্চর্য স্থানে অবস্থান করে --
  যথা, অতি বৃহৎ অট্টালিকার  রাজসিক শয়নগৃহেও শান্তির ঘুম আসে না --
    আবার উন্মুক্ত আকাশের নীচে ফুটপাথের 
বিছানার নিশ্চিন্ত আশ্রয় গভীর ঘুমকে সাদরে আহ্বান জানায় ।
     তবুও  স্ব স্ব বস্তুতে পায় না আনন্দের আস্বাদ ,
তখন জীবন হয়ে ওঠে নিতান্তই  লবনাক্ত , বিস্বাদ।
        চরম ভুল করে ঠিক তখন,  যখন   অপরের সম্পদকে মানুষ নিজের স্বীয় সম্পদ  অপেক্ষা বেশি মূল্যবান মনে করে।
সে নিজের ঐশ্বর্যের  দিকে তাকাতেই চায় না,সর্বদা  পরের  যা কিছু তাকেই গুরুত্ব দিতে অভ্যস্ত হয়।
   যেমন, নদীর এপার ও ওপার কোন পারই আপন ভাগ্যকে নিয়ে সন্তুষ্টি লাভ করে না।
মানব জীবনও তাই,সে কখনও
নিজের অবস্থায় খুশী হতে পারে না,অন্যের যা কিছু, তার মধ্যেই সুখ খুঁজে বেড়ায়।
 এ প্রসঙ্গে কামিনী  রায়ের কবিতা মনে পড়ে যায়,
     "  "  'সুখ'  'সুখ' করি কেঁদ না আর
     যতই কাঁদিবে, যতই ভাবিবে
      ততই বাড়িবে হৃদয় ভার।"
    সুখ সত্যিই এক নিবিড় অনুভূতি
যা কোন বস্তুর উপর নির্ভরশীল নয়। 
সামান্যতম প্রাপ্তিযোগও সুখ নিয়ে আসে।
কিন্ত মানবমন সর্বদাই তাকে খুঁজে  খুঁজে হয়রান হয়।
সুখ যেন মায়ামৃগের মতো প্রতিনিয়তই হাতছানি দিয়ে ডাকে,আর মানুষ তার পিছনে ছুটে বেড়ায়।
যেটুকু অর্জন করে তাতে সন্তুষ্টি লাভ করে না,
চাওয়া আর পাওয়ার মধ্যে অদ্ভুত এক তৃপ্তি অতৃপ্তির বেড়াজাল সৃষ্টি করে।
  কবির কথায়-- " "যাহা চাই তাহা 
                      ভুল করে চাই,
                        যাহা পাই  -
তাহা চাই  না।"
এই অন্ধ আবেগের জন্যই সমাজে  মানুষে মানুষে এত হানাহানি,রেষারেষি ,দাঙ্গা বেঁধে যায়।এই মারাত্মক মোহ -মরীচিকার পেছনে ছুটে ছুটে 
নিজের সুখ-শান্তি টুকুও নষ্ট করে ফেলে।
সুখের অবস্থান রয়েছে হৃদ-কমলে।
শান্তি পাওয়াও নির্ভর করে পুরোপুরি আত্মার উপর।সেখানে না খুঁজে মানুষ যখন ঈর্ষান্বিত হয়ে অন্যদিকে হাত বাড়ায় তখনই নেমে আসে অতৃপ্তির বেদনা,যা মানব মনের নিজেরই সৃষ্টি।
 
===================

Arati Mitra. 
267/3 Nayabad, Garia. 
Kol. 700094

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল