Featured Post
অণুগল্প ।। নোকরানি ।। লিপিকর
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
নোকরানি
গৃহ-পরিচারিকা আসিতে প্রচন্ড দেরী করিয়াছে| কৃষ্ণাদেবী ক্ষিপ্তা হইয়াই ছিলেন| সে আসিতেই ভৎসনা করিতে লাগিলেন -
"এত দেরীতে এসেছ কি মুখ দ্যাখাতে নাকি অ্যাঁ? রোজরোজ লক্ষ্য করছি তুমি দেরী করে আসছ| মাইনে কী জন্যে দেওয়া হয়, শুনি? খেটে উপার্জন করো, বুঝলে? ফাঁকি দিয়ে নয়| এরকম বেচাল আর বেশীদিন সহ্য করবো না| তোমার মত কাজের লোক অনেক পাওয়া যাবে|"
ঝি অপমানে কাঁদিয়া ফেলিল| পরদিন হইতে সে আর আসিল না|
কৃষ্ণাদেবী একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরী করেন| সেদিন তিনি সামান্য বিলম্বে ঢুকিতেই এক আপিস লোকের সম্মুখে তাঁহার মনিব তাঁহার উদ্দেশ্যে চীৎকার করিতে লাগিলেন -
"এত দেরীতে এসেছেন কি মুখ দ্যাখাতে? রোজই দেখি আপনি দেরী করে আসেন| মাইনে তো দিব্যি পুরোই নেন| খেটে খান, বুঝলেন, ফাঁকি দিয়ে নয়| এরকম বেচাল আর বেশীদিন সহ্য করবো না| পয়সা ফেললে আপনার মত বাংলায় এম এ রাস্তায় রাস্তায় অনেক পাওয়া যাবে|"
কৃষ্ণাদেবী মস্তক অবনত করিয়া উদ্গমোন্মুখ ক্রন্দনকে গলাধঃকরণ করিলেন| পরদিনও তাঁহাকে সেই আপিসে দেখা গেল|
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন