Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

শুভদীপ পাপলুর গুচ্ছকবিতা


১। হত্যাকারী

*********

আলজিভের চৌকাঠে আহত শৈশব-
'হরতালে আপ্লুত এ কোন পরব-উৎসব,
কেন এত উচ্ছৃংখল নর-নারী?'
রক্তের স্বরলিপি একমাত্র জানে-কারা হত্যাকারী!

কার জন্যে ঘুম ভাঙে নৈঋতে
কে-ই বা সধবা হয় মকর সংক্রান্তি'তে,
কেন মূল্যবান ক্ষতি,হয় অপূরণীয়?
বলতে পারো,কোন কোন শরীর অপ্রয়োজনীয়
কোন কোন পাখি শোনায় মৃত্যুর শিষ!
বর্ণমালা'য় জাগ্রত আজ গান্ধারী'র নালিশ।

মুক্তমঞ্চের মুখোশে প্রযোজিত,সমস্ত কুশীলব-
'হাততালির সাথে ভাসছে নক্ষত্রের কলরব,
ওতপ্রোত মিশে আছে সাধু ও ঘোরতর সংসারী,
রক্তের স্বরলিপি একমাত্র জানে-কারা হত্যাকারী!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


২। প্রতিকৃতি

********

গুপ্ত শিবিরে কোন শব্দের ভিড়?বা সেই প্রেক্ষাপটে
বাজিমাৎ হওয়া সমস্ত গণতন্ত্র,হতে পেরেছে সফল!
অথচ,শারীরিক সাক্ষাতে বহু কবিতা'র বদনাম রটে
এবং পিয়ানোর মজ্জা শুষে ঘন হয় সুরেলা জঙ্গল।

আদৌ তো হয়নি হরন,বস্ত্র;মহাকাব্যে,কৌরব দ্বারা-
উচ্চতর শৃঙ্গ হতে সংকোচে উচ্চারণের বিবৃতি
একা বীরাঙ্গনা;কিন্তু সে চোখে যারা দিচ্ছে পাহারা,
তারাই কোলাহলে দুঃশাসন,তারাই বিপক্ষে নৃপতি।

বন্ধু-পত্নী সুখী,রাতভর প্ররোচনায় জগন্নাথ স্বামী।
বন্ধ্যাত্বের সালোকসংশ্লেষে ক্লান্ত নিয়তি,খরস্রোতা-
শুক্রাণু বড়ো অসমান,অন্ধকার'ই দেবতা'র প্রণামী।
এখনও দুর্বলের পংক্তি শীতল রক্তের মতই ভোঁতা।

বন্যা স্বয়ং ধ্বংস ত্রাতা;কে সিন্ধু,কে নাব্য অন্তর্ধান?
আজকের নিষিদ্ধপল্লী'র সবাই,নহবতের অভিধান।

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


৩। বিবর্তন

******

আমার স্বরে যুদ্ধ-স্বরাজ,গালিবের পরকীয়া-
নুইয়ে আঁকি পথ অবরোধ,দেওয়াল লিখনে 'না'।

অধমের কাছে উত্তম শিখে
আগ্নেয়গিরি'র জ্বালামুখে-
ঝুটা আজাদি'র পতাকা তুলি,বিক্রি করে ভাষা...

আমার স্বরে যুদ্ধ-স্বরাজ,গালিবের পরকীয়া...

চন্দ্রবিন্দু'র আধুনিক গানে
উবেছে কর্পূর,শ্রী নারায়ণে
তবুও মানি শেষযাত্রায় কাঁদবে শুধু মা...

আমার স্বরে যুদ্ধ-স্বরাজ,গালিবের পরকীয়া...

ছেঁড়া শাড়ি'র নিচু বহরে
চুল খুলে যাবে,মহানগরে-
কোন আন্দোলন,কোন অভাবীর,কোন সুরক্ষা...

নুইয়ে আঁকি পথ অবরোধ,দেওয়াল লিখনে 'না'-
আমার স্বরে যুদ্ধ-স্বরাজ,গালিবের পরকীয়া...

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


৪। শ্রী'জাত

********

পরিচিত থিয়েটার রুম ঘুমোয় গেরুয়া চৈতন্য দলে,
শুস্ক এক জাতীয়সঙ্গীত,উঠে দাঁড়ায় নগ্ন সন্দেহে-
মুখোমুখি আততায়ী বসে;প্রকাশ্যে যাচ্ছে পা টলে,
ভিক্ষাপাত্র দীর্ঘশ্বাস ফ্যালে বার্ষিক অরণ্য সপ্তাহে।

জলপাই উর্দি'র এই ট্যুর,সীমান্তের দেহে মরুদ্যান-
স্বেচ্ছায় ঠোঁটে তালা;বারুদহীন সংবিধান বুকে
ঐ-দেশপ্রেমিক স্বীকৃতি ধন্য,যে-ভাবে বিধর্মী জ্ঞান
শুদ্ধ হয়েছে নিজে'নিজেই;কৃষ্ণ বর্ণের পশ্চিমদিকে।

উর্বর অথচ মৃদু ঈশ্বর,কারাবাসে;আহত জনঅরণ্য
সাম্ বেদের অসুখে সূত্র ভোলে;কিন্তু উল্লিখিত
সিংহাসন প্রজন্মের দোষ স্বীকার করেছে,তাই ভিন্ন
বিদেশ মানচিত্র ছাড়াও,দুর্ভিক্ষের প্রহসনে শাসিত।

আমার মৃত্যু স্ক্রিপ্টের সবটাই বাঁচার মত,অভিনীত
বিজ্ঞাপন ছিল না,কারণ সে আয়ু শ্রীজাত শিক্ষিত।

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^



৫। প্রায়শ্চিত্তে হেঁট

*************

দুঃখে,কার অস্তের চাঁদ মেখে শুয়ে পড়ো প্রচার?
মা,ক্ষণজন্মা উদ্ধার-আবহাওয়ায়,দুঃসাধ্য বাহানা,
বেঁচে থাকার স্থূল ইচ্ছে শক্তি যোগায়,আত্মহত্যার
গাঙ্গেয় সমভূমি'র ধারে-সংশয়ে,বাস্তুসাপের ফণা।

সংশয়তর মোহে কে সাবেকি কে-ই বা নব্য থিম!
মৃত্তিকা গড়ে দেবে,অথচ উদাহরণ নেবে না বিদায়-
কত স্রোতে ঢেউ দিয়ে নেশাগ্রস্ত হয়েছো আফিম?
আদৌ কি বেঁচে ফিরেছিলে?ব্যর্থ মহেঞ্জোদাড়োয়?

যতই সামান্য হোক এ'যাবৎ অনুশোচনা;জ্বালামুখ
আজও হয়ত শুক্রাণু'র কাহিনী!পরাধীন শিকল
বন্দীপ্রত্যর্পণ চুক্তি লিখে,হীনমন্যতায় মারে চাবুক।
তবু মৃত্যুই জনসংখ্যা,দেখতে দেহের মত,অবিকল।

আগুন নিভন্ত সেতার,তার থেকে উত্থিত বর্ণমালা'য়
প্রাণ থাকে;কিন্তু সে'ও যুক্ত,সব মৌলবাদী দাঙ্গায়।

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


৬। অনুসারে

********

এই প্রথম ঘূর্ণাবর্তের আবহে নিষিদ্ধ হল মহাকাল
সংক্রান্তি অনুভবে;পরবর্তী অধ্যায়ের নীরব সম্ভ্রম
অপ্রকাশিত বৈঠকে নতজানু আছে;ক্ষুধার্ত বিড়াল
ফাঁকা পৃষ্ঠায় আঁকা,যেমন অধিবাসে লিপ্ত আশ্রম।

টুকরো টুকরো রবীন্দ্রসঙ্গীত,তার অন্তরের ত্রিশূলে
রুটির হর্ণ বাজায় গুপ্তচরের চিরাচরিত মাতৃবন্দনা।
অবিচল,পাহাড়প্রমান,মোগরা-যুঁই-চন্দন মহলে
ন্যস্ত কর্মফল;যেমন পদ্যে রাখা থাকে ছন্দ,যন্ত্রণা।

অভাগী তো স্বর্গ পাবেই;চাঁদ কবে পাবে পরিচয়?
অক্ষরেখায় সঞ্চিত থাক,দাগকাটা প্রেমিকের ব্লেড-
চৈত্র সেলের আলো ছুঁয়ে সে খুঁজে আনে দৃষ্টিবিদায়
যেমন শেষ যাত্রী'র মত একা পড়ে থাকে,কারশেড।

জন্ম এক যুগসত্য,আজও অ্যালার্মে নেই বর্ণভেদ-
তুমি নারী,যে উত্তরাধিকারে পেয়েছে সুবর্ণসংকেত।

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


৭। ত্রিদিব

******

এ-দিনটা পরবর্তী বছরেও যোগ দেবে জাতিসংঘে,
দু'হাতে বঙ্গানুবাদের থলি নিয়ে শব্দ জাগায় খবর-
পুরোনো চশমায় ঠাঁসা সাহিত্যবিচরণ,চক্ষু সুড়ঙ্গে
বইমেলাগামী বাস ছাড়ে;অ্যালার্মে উদ্বোধনী ভোর।

জানিনা দীক্ষা হতে কত উঁচুতে বাড়ি,একলব্যের?
মাঝি ছাড়া নৌকা'ও অসহায়,তাই আহত ধ্রুবতারা
অস্তের দায়ে জড়িয়ে পড়ে সাম্যে-বৈষম্যে;যার জের
কুয়াশার নির্ণয় কিনে,ঠান্ডা করে যমুনাবতী'র ধারা।

এখন সরণি'ও জাগ্রত,কিন্তু সে লেখিকা রহস্যাবৃত-
ব্যর্থ দোয়াত এক চুমুকে গিলে নেয় প্রচ্ছদের দেনা।
হে আলোরপথযাত্রী,হে কলমের দেহে উপেক্ষিত-
বর্ণমালা'র থামে আজ ভ্রূক্ষেপহীন,পাঠকের কান্না।

ছন্দ ঘুরে ছাদ জন্মায়,হয় না বিহিত,পড়ে মাদুলি-
পাতা ঝরে যায়,পুরোনো ধাঁচের পান্ডুলিপিগুলি'র।

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


৮। বিশ্বায়ন

*******

যমজ উপভোগে জেগে রয়েছে বিশ্বায়নের সন্ধি।
সবেমাত্র ভ্রুণ হয়েছি,ভূমি তো জারজ রোদে বন্দী।
বন্ধ্যা শোনে বিদায় বাজনা,দোষী মাতৃভাষা
ফিনকি থেকে অখন্ড জুড়ে ভিজেছে বারোমাস্যা।
ভুল অপচয়,খাদ্য স্তরে মাংসল কিছু বেনিয়া-
বিন্দু খুঁড়েছে সাদা পৃষ্ঠায়,জলরং আর প্রিয়া।

সুতরাং জিত বেসুরো ঠোঁটে অনুভূমিকে প্রতিচী
শ্রাবণধারায় ধর্মঘট হলে,একাকার পতি-পুঁজি!
বন্ধুর বোন নিম্নগামী-সংখ্যা নিভৃত-উড়োখই।
অহংকারে তৃতীয় বিশ্বের অপ্রকাশিত হৈ চৈ!
স্মরণে বিধাতার মায়া সংসার,নতজানু উপবাসে
বংশ কুরু,তবু সে একক,পান্ডববর্জিত অভ্যেসে।

জিন এখন বিপদসংকেত,প্রেমিকারা অতঃপর,
জায়মান ঝড়ে আষ্ঠেপৃষ্ঠে বিবস্ত্র,শ্লীলতাহানির দর।
ভিরুতা জড়তা রন্ধ্রে রন্ধ্রে নবরত্নের দায়-এ,
আলো নিভে গেছে,সব জলসা'র নিত্য অভিনয়ে।
শরীর প্রীতি,শারীরিক রীতি,জারজ রোদে বন্দী-
সাদা কাপড়ে ঢেকে আছে তাঁর বিশ্বায়নের সন্ধি।

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


৯। বিচারাধীন

**********

বর্ণমালা,হয়ত আবার রক্ত জমে যাবে জনসংখ্যাতে
যেমন ধরো,ছবি আঁকছি,আচমকা শুরু সমুদ্র মন্থন
যে পলকে বিশ্বাস করাবে,অমৃত নয়,বিষ-ই ঈশ্বর...

সংলাপের অস্ত্র ঘুমিয়ে পড়েছিল,নিয়ে অনুশোচনা।

বর্ণমালা,হয়ত সেই মেগাহিট জুটি,হবে ম্যাড়ম্যাড়ে
প্ল্যাকার্ডের রং চটে যাবে,ব্যস্ততায় হেয় আতপচাল-
হত্যা কায়দায় শুরু উৎসব;দ্বীপ জ্বালবে এক মৃত।

তবু,সংগ্রহে ভেসে স্বয়ং দুর্নামে সাজালাম,অর্ধেক।

বর্ণমালা,হয়ত স্বেচ্ছায় খুন হয়ে যাবে আত্মা-প্রেত
সোয়েটার পড়বার ভয়ে জ্বর ভুলে যাব একটানা...
দাগ টানা বৃষ্টিছাঁট সর্বাঙ্গে হাত দেবে,একান্নপীঠের।

অন্যের শুক্রাণু'তে নিজের কণ্যা বলেছিল,বেশরম্।

প্রেমিকা'র সিঁথিতে মিশে চলা এসব রীতি,নীরবতা।
বিদ্রোহে বিদ্রোহে থেমে যায় আঘাত,আকাশস্লেটের
যে যে এগিয়ে গেল,তারাও সংযত,জীবনবিজ্ঞানে।

উপদ্রব চাই,হানাহানি চাই,ধ্বংস চাই সভ্যতার'ও।

পুরস্কার থেকে বইছে মন্ত্রীর পোষ্যের ঘেউ-ঘেউ।
হে সুন্দরী বর্ণমালা-তোমার দগ্ধ বোহেমিয়া আঁচলে
গ্রহে পুনরায় গ্রহন লাগবে,এক ফর্সা নির্যাতিতায়।

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


১০। অপহৃতা

********

দেখেছি সজ্ঞানে আদ্যোপান্ত,বৃদ্ধ তর্জমার হাসিতে-
খুঁজেছি পরাগায়নের বিছানা,নিস্পলক অন্তর্হিতে।
নাও অমলশোভা,দাও জ্যোতিস্কপ্রভা
হারাও সন্তুর মুখরিত নিভন্ত আভা
অবিচারে মনে-প্রাণে দ্রষ্টব্য খুনি,অনুপ্রেরণার ব্রতে-
বৈষম্যের ভিড়ে দুর্বাসা মুনি,গিটারে ও উৎস্রোতে।

পাওয়ার লক্ষ্যে হজম উহ্য,বন্ধুর'ও দোষ ভবিষ্যতে-
অতীত আজ দামী সহজিয়া,মার্গীয় বেসুরো তত্ত্বে।
ওজন ভেঙ্গে আজান চলে
উপহারে ঝড়ে সক্কলে মিলে
স্বপ্ন লুকিয়ে সারসংক্ষেপ বুনি,দ্বিধাহীন ভোররাতে-
হাতেখড়ি'র রেশ অন্ধকারে,পাবে নজরুলগীতি'তে।

বৈষম্যের ভিড়ে দুর্বাসা মুনি,গিটারে ও উৎস্রোতে-
দেখেছি সজ্ঞানে আদ্যোপান্ত,বৃদ্ধ তর্জমার হাসিতে।

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

কলম-এ : শুভদীপ পাপলু
কথা : ৯৮৭৪২৬৭০৪৩
ঠিকানা : ১৭/১০৪৮,আদর্শপল্লী,ধরমপুর
ডাক+থানা - চুঁচুড়া , জেলা - হুগলী
সূচক - ৭১২১০১

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত