তরুনার্ক লাহার লিমেরিকগুচ্ছ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, November 18, 2018

তরুনার্ক লাহার লিমেরিকগুচ্ছ


লিমেরিক ১

------------

মহাদেবের ষন্ড এসে বলল মাগো দুর্গা
চারটি দিনের খাবার খোঁজে গিয়েছিলাম গুর গাঁ
সেথায় শুধু ডাল ও লুচি
বাবার তাতে নেই তো রুচি
শেষে পেলাম গাঁজা ও ভাং তাগড়া কচি মুরগা।
***

লিমেরিক ২

-------------

দিল্লী থেকে বিল্লি এসে বলল সে যে আমায়
সেথায় নাকি আলকাৎরা মাখে যে লোকে জামায়
রাতের বেলায় লালকেল্লায়
সুর করে সব লোক চিল্লায়
কেউ বা আবার সুযোগ পেলেই মুখ ঘসে ইঁট ঝামায়।
***

লিমেরিক ৩

-------------

সরোজকান্ত দন্ত মাজে সকাল থেকে সন্ধ্যে
তবু যে তার ঘর পরিবার নাকাল দাঁতের গন্ধে
তারপরে এক বৃদ্ধ সন্ত
তুলল যে তার তিরিশ দন্ত
রোজ সকালে ফোকলা সরোজ মুগ্ধ ব্রাসের ছন্দে।
***

লিমেরিক ৪

-------------

ময়ষাসুরের শ্বশুর যে অসুর ভালো ভীষণ
সেই সুবাদে ইন্দ্র দিলেন পদ্মবিভূষণ
পদক পেয়ে দারুন খুশী
ফোকলা মুখে চওড়া হাসি
চারটি দিনের জন্য ব্রম্ভা ছাড়েন সিংহাসন ।
***

লিমেরিক ৫

-------------

কে বলেছে পিসি আমার ব্যাকরণে কাঁচা
ক্রিয়াপদের বিপদ জেনে আনল কিনে খাঁচা
বিশেষণে ভীষণ জ্বালা
কান করে তার ঝালাপালা
কর্তা এবং কর্ম মিলে করল শুরু নাচা।
***

তরুনার্ক লাহা
বেলিয়াতোড়
বাঁকুড়া

No comments:

Post a Comment