Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

কান্তিলাল দাসের কবিতা

এসেছ হেমন্ত 

এসেছ হেমন্ত তবে বনে বনে ঝরিয়েছ পাতা
এ বাংলার ঋতুযানে তুমি যেন নম্র উদ্গাতা !
বিমল আকাশ
তুমি যেন প্রাক শীতে আর মধুমাস !
ফলেছে ধানের ক্ষেতে আমাদের স্বপ্ন সাধ সব
দেবে তুমি আকাঙ্খিত ফসলের নবান্ন উৎসব ।
তোমার দুয়ারে দেখি আলোকের ঝর্ণাধারা এসে
আঁধার মুছিয়ে যায় দীপাবলী রাত ভালবেসে।
আকাশ প্রদীপ
তারাদের সাথে বুঝি কথা কয় অনিমিখ।
পাণকৌড়িটিও
তোমার আসার কথা জেনেছে কি প্রিয় ?
ডোবে জলে, উঠে ঝাড়ে ডানা
এ রোদের ঘ্রাণ তার পরিচিত বিলক্ষণ জানা !
পেচকেরা প্রতি রাতে জাগে জোর দেখি
মরশুম এল তারা জেনে গেছে সে কী !
লক্ষ্মী আসে ঘরে
হেমন্ত তোমার ওই পদচিহ্ন ধরে ;
দেবী কালিকাও ঝলসিত খড়্গে দেখি তাঁর
হৈমন্তী রাতে কাটেন তীব্র অন্ধকার !
এখনো শিউলি ফোটে এখনো ছাতিম
কুয়াশায় মৃদু হিমে গন্ধ ঢালে কী অপরিসীম !
জেগে থাকে চাঁদ
যেন পদ্ম নীলসায়রের, জাগে সারারাত !
কে জাগেরে কে জাগেরে, জাগে
কোজাগরী পূর্ণিমা চরাচর ভাসিয়েছে মোহময়ী লাগে !
ওই শুনি ব্রতকথা লক্ষীর পাঁচালি,উলু, শঙ্খধ্বনি
ঐশ্বর্যের দেবী সবে এলেন এখনি !

এসেছ হেমন্ত যদি থাকো কিছুকাল
এত কেন করো যাই যাই
পারুল বোনের হাতে
চন্দনের ফোঁটা দিয়ে
গেল সবে ভাই !
..................................

কান্তিলাল দাস
কিসমত অপূর্বপুর (বেলতলা লেন)
ডাক : সিঙ্গুর
জেলা : হুগলি

মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩