শুক্লা মালাকারের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, November 18, 2018

শুক্লা মালাকারের কবিতা

*মরুপ্রান্তর*




সোনালী বালির ঢেউ থেকে উঠে এল

আগুনের মতো উজ্জ্বল এক মরু তরুনী

সারা শরীরে মৃত প্রজাপতির পাখা

মনে পড়ে গেল তোমার

অনল মাখা চোখ

আমাদের জ্বলে যাওয়া চন্দনবন

ফারাও খুফুর মতো তুমিও কি ভেবেছিলে

যাপনের মমির জন্য বানাবে

পৃথিবীর নবম আশ্চর্য পিরামিড!

তাই কি অজানা মরুতে হারিয়ে যেতে চেয়ে

মরীচিকা হয়ে গেলে!



সেই থেকে অনিশ্চিত সুগন্ধ বুকে নিয়ে

এই নির্মম মরুপ্রান্তরে বালুকণা হয়ে আছি।



*সৈনিক*




ভাঙাচোরা অন্ধকার দ্বীপ থেকে

রোজ সে বেরোয়

হাতে লাঠি চোখে কালো চশমা

চারপাশে ছুটন্ত জীবন

তার দিগ্বলয় নিশানাহীন

তবু সে চলে দৃপ্ত

অবহেলা কিংবা সমবেদনার মতো

ফুরফুরে ব্যাবহার সে ঘৃণা করে

তার নৌকোর মাস্তুলের ডগায়

শুধুই আত্মবিশ্বাস

ছঘন্টার খাটুনি শেষে

রেল বস্তির বাচ্চাদের শোনায় গল্প

কবিতা, শেখায় জেগে ওঠা

রাতের বিশ্রামে লেখে তার প্রতিবাদ

কেয়ার করে না শহর তাকে কি দিল

কলমের ডগায় ছড়িয়ে চলে শিরদাঁড়া



তার উপকূল জুড়ে কেবল লড়াই।



-------------------------------------

No comments:

Post a Comment