Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

বুদ্ধদেব দাসের অণুগল্প

লাইক


তুই কি আর ফোন করার সময় পাস না -- স্মিতা রেগে গিয়ে দুম করে ফোনটা কেটে দিল।

কয়েকদিন ধরে স্মিতার মেজাজটা যেন খিটখিটে। অস্বাভাবিক লাগছে স্মিতাকে।
স্মিতাতো ওরকম মেয়ে নয়। হাসিখুশি এক পুতুল পুতুল মেয়ে। কেন যে এরকম হল কে জানে?
কি হয়েছে রে তোর আজকাল? একটুতে রেগে যাস! - মা রান্নাঘর থেকে হাঁক দিলেন।
কে ফোন করেছিল কে? - মা এবার উত্তর না পেয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন।
তখনো একমনে মাথা গুঁজে ফোন ঘেঁটে চলেছে। এখন এরকমই চলে প্রায় রাত দুটো আড়াইটা
পর্যন্ত। কি যে করে কি জানি। মা জিজ্ঞাসা করলে মুখের উপর বলে - তোমার জেনে লাভ
নেই।
সত্যি বলতে কি মেয়েটা এরকম ছিল না। দিন কে দিন কেমন যেন হয়ে যাচ্ছে মেয়েটা।
মায়েরও চিন্তা হয়। কিন্তু কিছুই বলতে পারে না। মেয়ে বড় হয়েছে। কোন কিছু যদি
করে বসে। ওর বন্ধু বান্ধবীরা বলে ও নাকি ভালো কবিতা লিখতে পারে। ও নাকি একদিন
বড় কবি হবে।
- কিরে কে ফোন করেছিল বললি নাতো?
- কে আবার? রনি ফোন করেছিল।
- ফোন ধরলি না?
- দেখছ তো, আমি এখন কাজ করছি।
- কি যে কাজ করিস দিনরাত। জানিনা বাপু।
- তুমি জানবে না। এখন তুমি যাও তো।

মা আবার রান্নাঘরে চলে গেলেন। কি যে হয়েছে হাসিখুশি মেয়েটার। মা চিন্তা করে।
এরকম বদমেজাজি ছিল না। যে মেয়ে একদিনও স্কুল কামাই করেনি, সে মেয়ে আজ বসে বসে
কলেজ কামাই করছে। ভালো করে খায়ও না, আগের মত আবদার করে মায়ের গলা জড়িয়ে ধরে
না। ভাবতে ভাবতে অবাক হয়ে যান মা।
বাবা এক কোম্পানির সুপারভাইজারের কাজ করে। ঘরে আসে বছরে মোটে দুবার। এক পুজোর
সময় - আর বছরের শেষে। যোগাযোগ করার জন্য বাড়িতে একটি ফোন কিনে দিয়ে গিয়েছিল
গতবার বাড়ি এসে। মাকে একাই সংসারটাকে টানতে হয়। ভাই এবছর মাধ্যমিক দেবে। কিছু
হয়তো দরকার। তাই জানাতে ফোন করেছিল। মা আর কিছু বলে না। চারিদিকে যা সব ঘটে
চলেছে। খবরের কাগজে রোজ দেয় - মায়ের বকুনিতে মেয়ে আত্মঘাতী। ভয় হয়।
- কিরে খাবি আয়। না আজকেও খাবার ঢাকা দিতে হবে?
- ঢাকা দিয়ে দাও। আমি পরে খেয়ে নেব।

পাশের বাড়ির ডলির মত আবার কোন মনের অসুখ করেনি তো? মায়ের চিন্তা বাড়ে। ডলির মা
বলছিল - ডাক্তার নাকি বলেছে - আপনারা কেন ছোট ছোট ছেলে মেয়ের হাতে না বুঝে
মোবাইল তুলে দেন?
সকালবেলা মা উঠে দেখেন খাবার টেবিলে সেই খাবার একইরকম ঢাকা দেওয়াই আছে। মা
স্মিতার শোয়ার ঘরের দিকে এগিয়ে যান। স্মিতা ফোন ঘাঁটতে ঘাঁটতে কখন ঘুমিয়ে
পড়েছে। মশারিটা টাঙ্গায়নি পর্যন্ত। সারারাত না জানি কত মশা কামড়েছে। জ্বরটর
হবে খন।
- ওঠ স্মিতা ওঠ। টিউশানে যাবি না?
মা ঠেলা দিয়ে স্মিতাকে বারে বারে ডাকে। স্মিতা গভীর ঘুমে আচ্ছন্ন। মা সাড়া না
পেয়ে আবার ডাক দেয় - ওঠ - ওঠ। কত বেলা হয়ে গেল।
মা ঘামতে শুরু করেন। নানান চিন্তা ঘুরপাক খায় মাথাতে। রোজ রোজ কি যে করে
মেয়েটা? কি হয়েছে কিছু বলেও না। কেন যে এরকম হল। রক্ষা কর ঠাকুর।
মা স্মিতার কপালে হাত বোলান। বুঝতে পারেন জ্বরে সারা গা পুড়ে যাচ্ছে।
স্মিতা গোঁ গোঁ আওয়াজ করে ওঠার চেষ্টা করে - উঠতে পারে না। মাথা ঘুরে পড়ে যায়।
কোলে মাথা রেখে ধীরে ধীরে কপালে হাত বুলিয়ে দেন মা। গালে আদর করে চুমু খেয়ে
জিজ্ঞাসা করেন - কি হয়েছে? কি হয়েছে তোর?
ঢুকরে কেঁদে ওঠে। গলা বেয়ে কান্না দলা পাকিয়ে অবিরত বেরতে চায়। মা চোখে মুখে
হাত বুলিয়ে দেন বারেবারে। জল খাবি? একটু জল খেয়ে নে। - মাথায় হাত বুলিয়ে
বুলিয়ে আদর করেন।
এবার আর স্মিতা কান্না থামাতে পারে না। গাল বেয়ে চোখের গরম জল গড়িয়ে পড়ে। মা
আঁচল দিয়ে মুছিয়ে দেন।
স্মিতা জ্বরের ঘোরে বলতে থাকে - ওরা কেউ আমাকে ভালবাসে না। আমার কবিতাতে কেউ
লাইক করে না। কমেন্টও করে না। আমি কত ভালোবেসে কত যত্নে একটা একটা কবিতা
সাজাই। কেউ তার দাম দেয় না মা।
- তারা দেয় না তো কি হয়েছে? আমি তো দি। এখন থেকে তুই আমাকে কবিতা শোনাবি।
- তুমি আমার কবিতা শুনবে মা?
- হ্যাঁ, শুনব। এবার থেকে আর ফেসবুকে লেখার দরকার নেই। তুই কবিতা লিখে প্রথমে
আমাকেই শোনাবি।
চোখের জলে গাল ভিজে যায়। মায়ের আঁচল ভিজে যায়। আর মা সারা শরীরে, মাথায় হাত
বুলিয়ে দেন বারেবারে আর বিড়বিড় করে বলেন - আমি হাত বুলিয়ে দিচ্ছি, তুই
একটুখানি ঘুমো।

******************

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত