তরুণ কুমার মাঝির কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, November 18, 2018

তরুণ কুমার মাঝির কবিতা

একটি গাছ অনেক প্রাণ



আমি একটি গাছ, আমার আছে প্রাণ।।
আমিই বাচাব তোমাদেরও প্রাণ।
তবুও, তোমরা তো বোঝো না।
আমাকে বাচিয়েও রাখ না।
তোমরা শহর গড়ো,রাস্তা করো।
আর আমাদের শুধু ধ্বংস করো
সবুজ কে নষ্ট করতে জানো
আর ক্ষরা বন্যাকে ডেকে আনো।।
শুদ্ধ শ্বাস প্রশ্বাস নাও।
তোমার জন্য আমাকে বাচাও।
"একটি গাছ-একটি প্রাণ
একটি বন্ধুর সমান"‌
আমাকে ধ্বংস করো না।
পরিবেশ দূষণ করো না।
তাই,গাছ লাগাই প্রাণ বাচাই আর
এই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার!

=====================

তরুণ কুমার মাঝি
মগরাহাট, দক্ষিণ ২৪ পরগনা।

No comments:

Post a Comment