সীমান্ত হেলালের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, November 18, 2018

সীমান্ত হেলালের কবিতা

উপদ্বীপ



শব্দের বিপরীতে নৈঃশব্দের খুব কাছে যেতে চাই বারবার

ঢেউ আঁচড়েপড়া কোন উপদ্বীপে ছুটে যায় মন
দেখতে চাই জীবাশ্ম অথবা ঝিনুকের সুখমরণ―

ঢেউকাটা বালির মতো জীবন ফিরে পাক কোন স্থায়ী ঠিকানা

কাঁপনধরা জলের আগমনী-নিয়ে আসুক শীতল বাতাস
জলখলকানো শব্দ আর বাধাহীন বাতাসে বিমোহিত হয়ে
মরে যেতে চাই বালিখাওয়া ঝিনুকের মতো―

কোন এক চাঁদপাহাড়ার রাতে উড়ে যেতে চাই
বরফশীতল পাখায় ভর করে
ইকারুসের ডানায় লেগে থাকুক উৎকন্ঠার চন্দ্রগ্রহণ

বন্ধ্যা সময়ে আবর্তিত হোক জীবনের স্থিরচিত্রগুলো―

=========================
১০/০৬/২০১৮ খ্রীঃ, মনপুরা।

সীমান্ত হেলাল
সম্পাদক-সুবর্ণ
হাজীর হাট, মনপুরা, ভোলা।
বাংলাদেশ।
##০১৭১২৩৪৬০৮৪।

No comments:

Post a Comment